১) National Postal Worker Day কবে পালিত হয়?
উঃ ১ জুলাই।
২) ২০২০ সালে ৩৬ তম এশিয়ান সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উঃ ভিয়েতনাম। এবছরের থিম ছিল- “Cohesive and Responsive ASEAN”. এই সামিটে চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী Nguyen Xuan Phuc.
৩) সম্প্রতি কোন রাজ্যে “হার ঘর জল”- নামক প্রকল্প লঞ্চ করা হলো?
উঃ উত্তর প্রদেশ।
৪) National Doctor’s Day কবে পালিত হয়?
উঃ ১ জুলাই। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস উপলক্ষে এই দিনটি পালিত হয়। তিনি ১৯৬১ সালে ৪ ফেব্রুয়ারি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন।
৫) সম্প্রতি কোন রাজ্যে “COVID Warrior Club” গড়ে তোলা হল?
উঃ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়।
৬) সম্প্রতি ভারতবর্ষে প্রথম কোন সংস্থাকে করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে?
উঃ Bharat Biotech’s
৭) ভারতবর্ষের প্রথম “শৈবাল পার্ক” কোথায় তৈরি করা হয়েছে?
উঃ উত্তরাখণ্ড রাজ্যের পিথারোগড় জেলায়।
৮) সম্প্রতি কে আইসল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন?
উঃ Gudni Th. Johannesson.