১) বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হয়?
Ans- ২৫ মে।
২) সম্প্রতি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় তিনটি নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কার করলো?
Ans- পশ্চিমঘাট পর্বতমালার শেষ অংশে কেরালা এবং তামিলনাড়ু। এই তিনটি নতুন প্রজাতি হল- Eugenia sphaerocarpa, Goniothalamus sericeus এবং Memecylon nervosum.
৩) সম্প্রতি কোন দেশে “INDIA”- নামক সামরিক যুদ্ধ গেম কেন্দ্র (war game centre) স্থাপন করা হলো?
Ans- উগান্ডার জিনজা জেলায়। Indian military training team- এর সাহায্যে এই কেন্দ্র গড়ে উঠেছে। উগান্ডার রাষ্ট্রপতি Yoweri Museveni এই কেন্দ্রের উদ্বোধন করেছেন।
৪) সম্প্রতি কোন রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে হাসপাতালে অক্সিজেন সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হলো?
Ans- বিহার। মোট ১৬ টি মহাকুমা হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হবে।
৫) সম্প্রতি কোন জাপানিজ মহিলা কুস্তিগীর প্রয়াত হলেন?
Ans- হানা কিমুরা। মৃত্যুকালে বয়স হয়েছিল ২২ বছর। উল্লেখ্য তিনি নেটফ্লিক্সে “Terrace House”- নামক একটি জাপানিজ শো অভিনয় করেছেন।
![]() |
হানা কিমুরা |
Ans- ২৫ মে।
৭) সম্প্রতি কে Indian Dispute Resolution Centre (IDRC)- এর উদ্বোধন করলেন?
Ans- সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি A. K. Sikri.
৮) সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রীসভা খেলাধুলাকে “শিল্পের মর্যাদা” প্রদান করলো?
Ans- মিজোরাম রাজ্যের মন্ত্রিসভা।
৯) সম্প্রতি HIL INDIA কোন দেশকে পঙ্গপাল প্রতিরোধী কীটনাশক প্রদান করলো?
Ans- ইরান। HIL- এর পুরো নাম- Hindustan Insecticides Limited, এটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা।
১০) সম্প্রতি কোন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশেষ কমিশন গঠন করা হয়েছে?
Ans- উত্তর প্রদেশ।