১) কবে “World Ocean Day” পালিত হয়?
উঃ ৮ জুন। এবছরের থিম- “Innovation for Sustainable Ocean”.
২) “World Brain Tumor Day”- কবে পালিত হয়?
উঃ ৮ জুন।
৩) বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়?
উঃ ৭ জুন। এবছরের থিম- “Food Safety, Everyone’s Business”.
৪) সম্প্রতি কোন রাজ্যে “Meghasandesha”- নামক মোবাইল অ্যাপলিকেশন চালু করা হয়েছে?
উঃ কর্ণাটক।
৫) বর্তমানে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যার নিরিখে বিশ্বে ভারতের স্থান কত?
উঃ পঞ্চম।
৬) National Tiger Conservation Authority (NTCA)- এর প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে কত সংখ্যক বাঘের মৃত্যু হয়েছে?
উঃ ৭৫০ টি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে।
৭) সম্প্রতি কে Adidas India- র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?
উঃ 2017 মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লার।
৮) সম্প্রতি কে রোমানিয়ায় ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হলেন?
উঃ রাহুল শ্রীবাস্তব।
৯) সম্প্রতি কোন রাজ্যে “Food Forest”- নামক প্রকল্প চালু করা হলো?
উঃ কেরালা।
১০) কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রক “One Year of Modi 2.0”- নামক ইবুকলেট প্রকাশ করলো?
উঃ কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।