১) সম্প্রতি বিশাখাপত্তনমের ভাইজাগে যে গ্যাস লিকেজ হয়ে বিপত্তি হয়েছে, ওই গ্যাসের নাম কি?
Ans- স্টাইরিন।
২) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?
Ans- ৮ মে। এবছরের থিম- “The dawning of a new era for thalassaemia: Time for a global effort to make novel therapies accessible and affordable to patients”.
৩) ইরাকের নবনিযুক্ত প্রধান মন্ত্রীর নাম কি?
Ans- Mustafa Al Kadhimi.
৪) World Red Cross Day- কবে পালিত হয়?
Ans- ৮ মে।
৫) World Athletics Day কবে পালিত হয়?
Ans- ৭ মে। এবছরের থিম- Athletics for a Better World.
৬) সম্প্রতি কোন রাজ্যে সরকারি কর্মীদের অবসরের বয়সসীমা ৫৮ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হলো?
Ans- তামিলনাড়ু।
৭) সম্প্রতি কোন রাজ্যে “মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা”- চালু করা হলো?
Ans- ত্রিপুরা।
৮) প্রবীণ নাগরিকদের ২৪ ঘন্টা সাহায্য করার জন্য সম্প্রতি কোন রাজ্যে “সংকল্প প্রকল্প” লঞ্চ করা হলো?
Ans- মধ্যপ্রদেশ।
৯) বিদেশে আটকে পড়া ব্যক্তিদের দেশে ফেরাতে সম্প্রতি কোন দেশ “বন্দে ভারত মিশন” লঞ্চ করলো?
Ans- ভারত।
১০) সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক করোনা মোকাবিলা করতে বাংলাদেশকে কত টাকা লোন দিলো?
Ans- ৫০০ মিলিয়ন ডলার।