পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা দপ্তরে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেকোন ছেলে মেয়ে এই গ্রুপ-ডি পদগুলোতে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে ক্রেতা সুরক্ষা দপ্তরের আঞ্চলিক অফিস এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের হেড অফিসে। অস্থায়ীভাবে এই গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হচ্ছে।
পদের নাম: গ্রুপ-ডি কর্মী।
শূন্যপদ- 6 টি।
বয়স- 18 থেকে 30 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
পারিশ্রমিক- প্রতি মাসে 3000/- টাকা।
আবশ্যিক যোগ্যতা- আবেদনকারীকেকলকাতা অথবা তার আশেপাশের এলাকার বাসিন্দা হতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে, সঙ্গে সমস্ত নথিপত্র যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফি- শূন্য।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To the Kreta Suraksha Bhaban, Consumer Affairs Department, 1st floor, 11A, Mirza Ghalib Street, Kolkata- 700087.
আবেদনপত্র ডাউনলোড করুন-
আবেদন পত্র পাঠাতে হবে- 28 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে।
অফিশিয়াল ওয়েবসাইট- CLICK HERE