বহু প্রতিক্ষার পর প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব–ইন্সপেক্টর পরীক্ষার ফলাফল। West Bengal Public Service Commission Food SI Result Published. এই ফলাফল এপ্রিল মাসে প্রকাশিত হওয়ার কথা থাকলেও লকডাউন এর জন্য আজ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পরীক্ষার্থীদের।
লকডাউন এর প্রথম কয়েকদিন বাদে তারপর থেকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে গুরুত্বপূর্ণ আধিকারিক দিয়ে অফিস খোলা ছিল। তাই সমস্ত স্থগিত পরীক্ষার ফল গুলো নিয়ে পাবলিক সার্ভিস কমিশন রীতিমতো কাজ করেছে। এইমাত্র তার ফল পেল ফুড সাব–ইন্সপেক্টর এর পরীক্ষার্থীরা।
যেসব পরীক্ষার্থী ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের অসংখ্য অভিনন্দন। যারা উত্তীর্ণ হতে পারেননি নিরাশ হওয়ার কারণ নেই, নতুন করে প্রস্তুতি শুরু করুন। যারা এখনো রেজাল্ট চেক করেননি নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার নাম আছে কিনা এক্ষুনি চেক করুন।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সাব–ইন্সপেক্টর পরীক্ষার অফিশিয়াল কাট অফ নিচে দেওয়া হল–
WBPSC Food Sub-Inspector Official Cut Off:
Category | Out of 100 |
UR | 79.6671 |
OBC- A | 74.6673 |
OBC- B | 75.3339 |
SC | 76.0006 |
ST | 59.3339 |
MSP | |