রাজ্যে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা ছাড়াই ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে বাঁকুড়া জেলার স্বাস্থ্য দপ্তরে।
পদের নাম- কোভিড ভলেন্টিয়ার।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বয়স- সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি- আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে-
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড, বয়সের প্রমাণপত্র, বাসিন্দা প্রমাণপত্র ইত্যাদি নথিপত্রগুলো অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। জেরক্স কপিগুলো সেল্ফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে নিয়ে যেতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To the Member Secretary & CMOH, District Health Family Welfare Samiti, Office of the CMOH, Bishnupur Health District, P.O.- Bishnupur, Dist.- Bankura, PIN- 722122
ইন্টারভিউ এর তারিখ- 30 সেপ্টেম্বর, 2020. ইন্টারভিউ শুরু হবে দুপুর 12 টা থেকে।
রিপোর্টিং টাইম- সকাল 11 টা থেকে 12 টার মধ্যে। দুপুর 12 টা পরে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
আবেদন পত্র ডাউনলোড করুন-