রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় ক্লার্ক ও সহ-শিক্ষক স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে বীরভূম জেলার শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষা নিকেতনে, (Sponsored by Govt. of West Bengal).
পদের নাম- ক্লার্ক কাম টাইপিস্ট।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত মাধ্যমিক পাশ, সঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স- সর্বোচ্চ 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখের হিসেবে।
বেতন- মূল বেতন 5,400/- থেকে 25,200/- টাকা। সঙ্গে 2,600/- টাকা গ্রেড পে।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ। এবং Diploma/ Certificate in Teaching of the Blind from a recognised Institute. সঙ্গে কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
বয়স- সর্বোচ্চ 39 বছরের মধ্যে।
বেতন- মূল বেতন 7,100/- টাকা থেকে 37,600/- টাকা। সঙ্গে 3,600/- টাকা গ্রেড পে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। আবেদনপত্র ডাউনলোড করে A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে। সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র এবং যাবতীয় নথিপত্র রেজিস্টার্ড পোস্ট/ স্পিড পোস্ট/ কুরিয়ার বা সরাসরি হাতে জমা দেওয়া যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Member-Secretary, Shri Shri Ramkrishna Satyananda Drishtideep Shikshaniketan, Kalidanga, P.O.- Kharbona, P.S.- Rampurhat, Dist.- Birbhum, Pin- 731233.
আবেদনের শেষ তারিখ- 28 অগাস্ট 2020.
আবেদন ফি- শূন্য।