পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে 9333 শূন্যপদে পুরুষ ও মহিলা স্বাস্থ্য কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ-মহিলা উভয়ই আবেদন যোগ্য।
মোট শূন্যপদ- 9333.
পদের নাম- স্টাফ নার্স গ্রেড- 2।
শিক্ষাগত যোগ্যতা- জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি (GNM) বা বেসিক বিএসসি নার্সিং (B.Sc. Nursing) বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং (Post Basic B.Sc. Nursing)। সঙ্গে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে পুরুষ/ মহিলা নার্স মিডওয়াইফারি হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে। আবেদনকারীকে বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে।
বয়স- 18 থেকে 39 বছর মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখে হিসেবে।
আবেদন ফি- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি 210 টাকা। পশ্চিমবঙ্গের এস সি এস টি এবং প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকতে হবে। আবেদনের অফিশিয়াল ওয়েবসাইট- www.wbhrb.in
আবেদন করা যাবে- 13 মার্চ থেকে 23 শে মার্চ (রাত ৮ টার মধ্যে) 2020 পর্যন্ত।
অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন-
অফিশিয়াল ওয়েবসাইট- Click here