১. বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
২. সৌর প্যানেলে ব্যবহৃত একটি ধাতুর নাম লেখ।
উঃ সিলিকন।
৩. জলের জলীয় বাষ্পে রূপান্তর -এটি একটি কি পরিবর্তন?
উঃ রাসায়নিক পরিবর্তন।
৪. রক্তনালীর লাল যোগকলা কোনটি?
উঃ রক্ত।
৫. ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত?
উঃ ঝাড়খন্ড রাজ্যে।
৬. ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল?
উঃ 1946 সালে।
৭. নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত?
উঃ উত্তরাখণ্ড।
৮. একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভর এর তুলনায় অনেক বেশি মৌলিক- এটি কে প্রমাণ করেন?
উঃ মেন্ডেলিফ।
৯. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানীর নাম কি?
উঃ ধর্মশালা।
১০. স্পাইরোগাইরা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে?
উঃ খন্ডীভবন।
১১. পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয়?
উঃ টেস্টিস।
১২. প্রথম কে কোষ আবিষ্কার করেন?
উঃ রবার্ট হুক।
১৩. ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 35A -তে কোন রাজ্যের বিশেষ সুবিধার বর্ণনা দেওয়া ছিল?
উঃ জম্মু ও কাশ্মীর।
১৪. কত সালে জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণুর বিভাজন করা হয়?
উঃ 1938 সালে।
১৫. চাঁদে একটি বস্তুর ওজন, পৃথিবীতে তার ওজনের কত ভাগ হবে?
উঃ 1/6 ভাগ।
১৬. কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে পুরস্কৃত করার জন্য সম্মানীয় অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে?
উঃ সিনেমা।
১৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে ব্রিটিশ সরকার দ্বারা বিধবা বিবাহ আইন প্রবর্তন করান?
উঃ 1856 সালে।
১৯. ট্যাক্সোনমির পিতা হিসেবে কাকে বিবেচ্য করা হয়?
উঃ লিনেয়াস।
২০. ভারতের ক্রিকেটের বোর্ড অফ কন্ট্রোলের প্রধান দপ্তর কোথায় অবস্থিত?
উঃ মুম্বাই।
২১. কোন রাজারা বৃহদীশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ চোল রাজারা।
২২. কে মনিপুরের ‘লৌহ মানবী’ নামে পরিচিত?
উঃ ইরম শর্মিলা চানু।
২৩. কিসের সাহায্যে পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয়?
উঃ ন্যানোমিটার এর সাহায্যে।
২৪. কত সালে শেরশাহ বাংলাকে আক্রমণ করে গিয়াসউদ্দিন শাহকে পরাজিত করেন?
উঃ 1538 সালে।