কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ- এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই এইসব পদে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হবে “তপন সিনহা মেমোরিয়াল মেট্রো হসপিটালে”। এটি হলো ভারতীয় মেট্রো রেলের হাসপাতাল।
কলকাতা মেট্রো রেলওয়ে আবেদন করতে চাইলে, আবেদনকারীকে আলাদা করে আবেদনপত্র জমা দিতে হবে না। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় বায়ো ডাটা সহ সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ- এর তারিখ: 8 সেপ্টেম্বর, 2020 (মঙ্গলবার)। সকাল 10:30 থেকে ইন্টারভিউ শুরু হবে।
ইন্টারভিউ- এর ঠিকানা: Tapan Sinha memorial hospital, Tollygunj, Kolkata.
পদের নাম- স্টাফ নার্স (10 টি), ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড- II (2 টি), রেডিওগ্রাফার (3 টি)।
শিক্ষাগত যোগ্যতা-
স্টাফ নার্স: তিন বছরের জি এন এম নার্সিং কোর্স পাশ হতে হবে।
ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড- II: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স।
রেডিওগ্রাফার- পদার্থবিদ্যা ও রসায়ন বিদ্যা নিয়ে উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে রেডিওগ্রাফি বা এক্সরে টেকনিশিয়ান বা রেডিও ডায়াগনোসিস টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স।
বয়স-
স্টাফ নার্স: 20 থেকে 40 বছরের মধ্যে।
ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড- II: 18 থেকে 33 বছরের মধ্যে।
রেডিওগ্রাফার- 18 থেকে 33 বছরের মধ্যে।
উপরোক্ত সমস্ত পদের ক্ষেত্রে বয়স হিসাব করবেন 1 জুলাই, 2020 তারিখের হিসাবে। এবং সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
উল্লেখ্য, ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত কর্মীরাও সর্বোচ্চ 65 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদনযোগ্য।
উপরে উল্লেখিত তারিখে নির্দিষ্ট ঠিকানায় সকাল সাড়ে দশটার মধ্যে উপস্থিত হবেন। আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন-
অফিশিয়াল ওয়েবসাইট-