স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করা হবে গ্রূপ- সি ও গ্রূপ- ডি পদে। SSC Recruitment 2019
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল। এবং টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- 18 October 2019.
সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস সঙ্গে টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ– 24 অক্টোবর 2019।
ভারতীয় রেলে মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ। Railway Recruitment Cell (RRC) 2019
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট।
আবেদনের শেষ তারিখ- 15 অক্টোবর 2019।
সরাসরিরেলির মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগ।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলারতরুণরা এই রেলিতেঅংশগ্রহণ করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা–45% নম্বর নিয়ে মাধ্যমিকপাস (প্রতিটি বিষয়েঅন্তত 33 শতাংশ নম্বরথাকতে হবে)।
রেলিহবে পূর্ব মেদিনীপুরজেলার কোলাঘাট থার্মালপাওয়ার স্টেশন রিক্রিয়েশন ক্লাবগ্রাউন্ডে, 22 শে নভেম্বরথেকে 2 ডিসেম্বর পর্যন্ত।আবেদন করতে হবেঅনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ–6 নভেম্বর 2019।
706 শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগ। নিয়োগ করবে দিল্লি ফায়ার সার্ভিস।
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাস সঙ্গে ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স।
আবেদন করতে পারবেন 7 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত।
রেলির মাধ্যমে পশ্চিমবঙ্গের মোটনয় জেলা থেকেসেনাবাহিনীতে ফার্মাসিস্ট পদেনিয়োগ। আবেদন করতেপারবেন উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পশ্চিম ও পূর্ববর্ধমানের তরুণরা। রেলিহবে 2 ডিসেম্বর কোলাঘাটে।
শিক্ষাগত যোগ্যতা–ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিএবং ইংরেজি সহউচ্চ মাধ্যমিক পাসসঙ্গে অন্তত 55 শতাংশনম্বর সহ ফার্মাসিতে ডিপ্লোমাঅথবা স্নাতক।
আবেদনকরতে হবে অনলাইনেরমাধ্যমে।
আবেদনের শেষ তারিখ–6 নভেম্বর 2019
কেন্দ্রীয় সরকারের নিরাপত্তাবাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ। এই পদগুলিতে কেবলমাত্র তরুণরা আবেদন করতে পারবেন। CISF Recruitment 2019
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা- DIG, CISF (South East Zone- 1) HQrs., Premises No. 553, East Kolkata Township (Kasba), Kolkata- 700107
আবেদনের শেষ তারিখ- 22 শে অক্টোবর 2019
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর, এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ। নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস।
আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 16 অক্টোবর 2019
নিয়োগ করা হবে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, কম্পিউটার অপারেটর, পাম্প অপারেটর, সহ বিভিন্ন পদে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক/ অষ্টম শ্রেণী/ আইটিআই পাস।
আবেদনের শেষ তারিখ- 15 অক্টোবর 2019।
অফিসিয়াল ওয়েবসাইট- www.centralcoalfields.in
কেন্দ্রীয় সরকারেরবিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার পদেনিয়োগ। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সহবিভিন্ন শাখায় নিয়োগকরা হবে।
শিক্ষাগত যোগ্যতা–সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং এডিগ্রী।
আবেদনের শেষ তারিখ–15 অক্টোবর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- www.upsc.gov.in
DRDO- তে স্টেনোগ্রাফার, ক্লার্ক, স্টোর এসিস্ট্যান্ট, এবং ফায়ারম্যান পদে নিয়োগ। DRDO Recruitment 2019
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 15 অক্টোবর 2019 পর্যন্ত।
বহরমপুরে রেলির মাধ্যমে আর্মিতে সরাসরি নিয়োগ। কেবলমাত্র মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলার প্রার্থী এই রেলিতে অংশগ্রহণ করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে 45% নম্বর নিয়ে মাধ্যমিক পাস (প্রতিটি বিষয়ে 33 শতাংশ নম্বর থাকতে হবে)।
রেলি হবে বহরমপুর স্টেডিয়ামে। রেলিতে অংশ নেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন ও আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ- 19 অক্টোবর 2019
হকিংসকোম্পানিতে সেলস ম্যানেজমেন্ট ট্রেনিপদে নিয়োগ। ট্রেনিংচলাকালীন স্টাইপেন্ড দেওয়াহবে। ট্রেনিংয়ে সফলভাবেউত্তীর্ণ হলে এইসংস্থাতে চাকরির সুযোগরয়েছে।
শিক্ষাগত যোগ্যতা–গ্রাজুয়েশন পাস।
আবেদনকরতে হবে সাদাকাগজে, আবেদনকারীর সম্পূর্ণজীবনপঞ্জি ইংরেজিতে নিজেরহাতে লিখে (সর্বাধিক২০০ শব্দের মধ্যে) আবেদন করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা–S.V.P. Personnel, Hawkins Cookers Ltd., Maker Tower F 101, Cuffe Parade, Mumbai- 400005.
Reserve Bank of India তে কয়েকশোঅফিসার নিয়োগ। নিয়োগকরা হবে জেনারেল, ডিপার্টমেন্ট অব ইকোনমিক্সএন্ড পলিসি রিসার্চএবং ডিপার্টমেন্ট অবস্ট্যাটিস্টিকসঅ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগে।পশ্চিমবঙ্গে পরীক্ষার সেন্টাররয়েছে।
শিক্ষাগত যোগ্যতা–বিভিন্ন পদ অনুযায়ীগ্রাজুয়েশন পাস/ ইকোনমিক্স, স্ট্যাটিসটিক্সস্নাতকোত্তর পাস।
আবেদনের শেষ তারিখ–11 ই অক্টোবর 2019।
দিল্লিজেলা আদালতে অ্যাসিস্ট্যান্ট এবংডাটা এন্ট্রি অপারেটরপদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা–অ্যাসিস্ট্যান্টপদের জন্য গ্রাজুয়েশন পাসএবং ডাটা এন্ট্রিঅপারেটরের জন্য উচ্চমাধ্যমিক পাস। উভয়পদের ক্ষেত্রেই টাইপিংএ দক্ষতা থাকতেহবে।
আবেদনের শেষ তারিখ–6 অক্টোবর 2019।
বোকারো স্টিল প্ল্যান্টে অপারেটর কাম টেকনিশিয়ান, অপারেটর কাম টেকনিশিয়ান (বয়লার), এটেনডেন্ট কাম টেকনিশিয়ান পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা– বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক/ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
আবেদনের শেষ তারিখ– 11 ই অক্টোবর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- www.sail.co.in