কেন্দ্রীয় সরকারের অস্ত্র কারখানায় কয়েকশো পদে নিয়োগ। নিয়োগ করা হবে তিনটি ইউনিটে- i) 223 Advance base Ordnance Depot (223 ABOD), ii) 17 Field Ammunition Depot (17 FAD), iii) 23 Field Ammunition Depot (23 FA).
পদের নাম, যোগ্যতা-
মাল্টিটাস্কিং স্টাফ (MTS): মাধ্যমিক পাশ। ফায়ারম্যান (Male Candidates Only): মাধ্যমিক পাশ। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (LDC): উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে ইংরেজিতে মিনিটে ৩৫ টি শব্দ টাইপের গতি থাকতে হবে। ট্রেডসম্যান (মজদুর): মাধ্যমিক পাশ।
For More Details go to www.indianarmy.nic.in
মোট শূন্যপদ- ১০৮ টি। ট্রেডসম্যান: ৬২ টি (223 ABOD- ৩০, 23 FAD- ৩২)। ফায়ারম্যান ৩৫ টি (223 ABOD- ১৩, 23 FAD- ২২)। জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট- ৯ টি (223 ABOD- ৭, 23 FAD- ১, 17 FAD- ১)। মাল্টিটাস্কিং স্টাফ- ২ টি (23 FAD- ২)।
বয়সসীমা- 18 থেকে 25 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতনক্রম- ট্রেডসম্যান এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য Pay Scale Rs. 18,000/- to 56,900/- Level- 01. ফায়ারম্যান এবং জুনিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য Pay Scale Rs. 19,900/- to 63,200/- Level- 02.
শারীরিক যোগ্যতা- ফায়ারম্যান পদের জন্য: উচ্চতা 165 সেমি (2 cm relaxation for ST)। ওজন: কমপক্ষে 50 কেজি। ছাতি 81.5 cm. দৌড়: ছয় মিনিটে 1.6 Km. ট্রেডসম্যান পদের জন্য- ছয় মিনিটে 1.5 km দৌড়।
আবেদন ফি- শূন্য।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। আবেদন পত্র ফিলাপ করে, সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে সেল্ফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে এই ঠিকানায়- Commandent, 23 Field Ammunition Depot, Pin- 909723. খামের উপরে বড় হাতের অক্ষরে লিখবেন- APPLICATION FOR THE POST OF……………………. এবং আপনার ক্যাটাগরি উল্লেখ করবেন (GEN/ EWS/ PH/ MSP/ SC/ ST/ OBC).
আবেদনের শেষ তারিখ- 11 ই জানুয়ারি 2020.
আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রমাণপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে- জন্ম সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট, দুই কপি পাসপোর্ট সাইজের ফটো ইত্যাদি।
নিচের বাটনে ক্লিক করে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করুন-