উচ্চমাধ্যমিকের পরীক্ষায় ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আগামী বছর থেকে বড়সড় পরিবর্তন আনতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ৷ ঐদিন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদের তরফে জানানো হয় বোর্ড চাইছে পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ করা হোক৷ আর সেই কারণে আগামী বছর থেকে পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে৷
সূত্রে খবর, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায়, তার জন্য প্রশ্নপত্রেই থাকবে উত্তরপত্র৷ অর্থাৎ প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লেখার যথেষ্ট জায়গা থাকবে৷ সোমবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহুয়া দাস৷
আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম চালু হবে বলে জানিয়েছেন তিনি৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিস্তারিত উত্তর লেখার বদলে মাল্টিপল চয়েস প্রশ্নের সংখ্যা বেশি৷ এই ব্যবস্থা চালু হলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে বলে মনে করা হয়েছে সংসদ কর্তৃপক্ষ৷
এই পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন৷