চাকরির খবর

ইউকো ব্যাংকের কলকাতার অফিসে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

Advertisement

ইউকো ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ইউকো ব্যাংক। ইউকো ব্যাংকের হেড অফিস কলকাতায় এই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। চাকরি হবে ইউকো ব্যাংকের কলকাতার প্রধান কার্যালয়ে। পরীক্ষার সেন্টার পশ্চিমবঙ্গের কলকাতায় রয়েছে। UCO Bank Recruitment: UCO Bank, A Govt. of India Undertaking.

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 24/10/2020

মোট শূন্যপদ- 91 টি (UR- 39, SC- 13, ST- 6, OBC- 24, EWS- 9, PWD- 3).

পদের নাম, স্কেল ও শূন্যপদ-

সিকিউরিটি অফিসার JMGS-I (9 টি), ইঞ্জিনিয়ার JMGS-I (সিভিল- 4 টি, ইলেকট্রিক্যাল- 2 টি, আর্কিটেক্ট- 2 টি), ইকোনমিস্ট MMGS-II (2 টি), স্ট্যাটিস্টিসিয়ান JMGS-I (2 টি), আইটি অফিসার JMGS-I (20 টি), চাটার্ড একাউন্টস JMGS-I (25 টি), চাটার্ড একাউন্টস MMGS-II (25 টি)।

স্কেল অনুযায়ী মূল বেতন-

JMGS-I: Rs. 23700 -980/7 -30560 -1145/2-32850-1310/7- 42020 (Subject to revision)

MMGS-II: Rs. 31705 -1145/1 – 32850 -1310/10 – 45950 (Subject to revision)

শিক্ষাগত যোগ্যতা-

সিকিউরিটি অফিসার- অন্তত 60 শতাংশ নম্বর সহ যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ। আর্মি/ নেভি/ এয়ার ফোর্স- এ অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সিভিল ইঞ্জিনিয়ার- কমপক্ষে 60 শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রী কোর্স পাশ করতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং -এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকলে অগ্রাধিকার পাবেন।

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার- কমপক্ষে 60% নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং -এ ডিগ্রী কোর্স পাস করতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং -এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকলে অগ্রাধিকার পাবেন।

আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার- অন্তত 60% নম্বরসহ B.Arch ডিগ্রী পাশ করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।

ইকোনমিস্ট- অন্তত 60% নম্বরসহ ইকোনমিক্স- এ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। অথবা ইকোনমিক্স পিএইচডি থাকলে আবেদন করা যাবে। অন্তত দু’ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

স্ট্যাটিস্টিসিয়ান- অন্তত 60 শতাংশ নম্বর সহ ইকোনমিক্স বা স্ট্যাটিসটিকস বা অ্যাপ্লাইড ইকোনমিক্স বা ইকোনোমেট্রিক্স বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি।

আইটি অফিসার- অন্তত 60 শতাংশ নম্বর সহ AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয়ে 4  বছরের বি.ই/ বিটেক ডিগ্রী পাশ করতে হবে। অথবা অন্তত 60 শতাংশ নম্বর সহ AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে 3 বছরের MCA ডিগ্রী পাস করলেও আবেদন করা যাবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চার্টার্ড একাউন্টেন্ট (JMGS-I & MMGS-II)- চার্টার্ড একাউন্টেন্ট/ CFA উত্তীর্ণ হতে হবে। JMGS-I স্কেল -এর ক্ষেত্রে কোনরূপ অভিজ্ঞতা লাগবেনা। MMGS- II স্কেল- এর ক্ষেত্রে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সিকিউরিটি অফিসার বাদে আর সব পদের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এবং সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন ফি- UR/ EWS/ OBC প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বাবদ 1000/- টাকা এবং জিএসটি বাবদ 180/- টাকা মোট 1180/- টাকা জমা দিতে হবে। SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বাবদ 100/- টাকা এবং জিএসটি বাবদ 18/- টাকা মোট 118/- টাকা পেমেন্ট করতে হবে। আবেদন ফি জমা দেয়া যাবে সরাসরি অনলাইনে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 17 নভেম্বর, 2020.

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করতে হবে www.ucobank.com ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 27 অক্টোবর, 2020 তারিখ থেকে 17 নভেম্বর, 2020 তারিখ পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি- প্রথমে হবে অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষা। প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলেই ইন্টারভিউ। প্রথম ধাপের পরীক্ষা হবে 2020 সালের ডিসেম্বর মাস থেকে 2021 সালের জানুয়ারি মাসের মধ্যে। ইন্টারভিউ -এর তারিখ পরবর্তীকালে অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

আবেদনপত্র ডাউনলোড করুন-

অনলাইনে আবেদন করুন- 

Related Articles