ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের National Defence Academy and Naval Academy Examination (II) 2020- এর মাধ্যমে আর্মি, নেভি এবং এয়ারফোর্সে মোট 413 শূন্যপদে অফিসার পদে নিয়োগ করা হবে। যেকোন ভারতীয় অবিবাহিত তরুণরা আবেদনযোগ্য।
মোট শূন্যপদ-
১) ন্যাশনাল ডিফেন্স একাডেমীতে ট্রেনিং দিয়ে চাকরির জন্য শূন্যপদ রয়েছে: 370 টি (আর্মি- 208 টি, নেভি- 42 টি, এয়ারফোর্স- 120 টি)।।
২) ন্যাভাল একাডেমিতে ট্রেনিং এর শূন্যপদ- 43 টি।
শিক্ষাগত যোগ্যতা-
১) ন্যাশনাল ডিফেন্স একাডেমী আর্মি শাখায় আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ।
২) ন্যাশনাল ডিফেন্স একাডেমীর ন্যাভাল উইং, এয়ারফোর্স এবং ইন্ডিয়ান ন্যাভাল একাডেমির 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে হলে অংক ও ফিজিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
আবশ্যিক যোগ্যতা- কেবলমাত্র অবিবাহিত তরুণ প্রাথীরা আবেদনযোগ্য।
বয়স- আবেদনকারীর জন্মতারিখ 2 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2005- এর মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে হবে দুটি পার্টে। পার্ট- ওয়ান ও পার্ট- টু। কিভাবে আবেদন করবেন সমস্ত নিয়মাবলী অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে।
আবেদন ফি- আবেদন ফি জমা দিতে হবে 100 টাকা। নেট ব্যাংকিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালানের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ- 6 জুলাই 2020 সন্ধ্যে 6 টার মধ্যে।
হেল্পলাইন নম্বর- 011-23385271/ 011-23381125/ 011-23098543। যেকোনো কাজের দিন সকাল 10 টা থেকে বিকেল 5 টার মধ্যে কল করতে পারেন।
Click this button to Apply Online-
Download Official Notification-