ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রূপ X & Y পদে নিয়োগ। Indian Airforce Group X and Y Recruitment 2020. এই পদগুলিতে কেবলমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- গ্রূপ X- এর জন্য উচ্চমাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিকে অংক ফিজিক্স এবং ইংরেজি থাকতে হবে। গ্রূপ Y- এর জন্য যেকোনো স্ট্রিমে উচ্চমাধ্যমিক পাশ।
আবেদন করতে পারবেন- 2 জানুয়ারী 2020 থেকে 20 জানুয়ারি 2020 পর্যন্ত।
1817 শূন্য পদে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ করা হবে। নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO).
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন করতে পারবেন- 23 ডিসেম্বর 2019 থেকে 23 জানুয়ারি 2020 পর্যন্ত।
1216 জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং দেবে ইস্ট কোস্ট রেলওয়ে। ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অধীনস্ত বিভিন্ন ওয়ার্কশপ ইউনিটে ট্রেনিং দেওয়া হবে। মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, কার্পেন্টার, ড্রাফটসম্যান- সহ বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ। ওয়েল্ডার (G&E), সিট্ মেটাল ওয়ার্কার, ওয়্যারম্যান, কার্পেন্টার ট্রেনের ক্ষেত্রে এইট পাস হলেই চলবে। সঙ্গে সবক্ষেত্রেই সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 6 জানুয়ারি 2020।
মেট্রোরেলে 1461 শূন্যপদে কর্মী নিয়োগ। নিয়োগ করবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ও নন এক্সেকিউটিভ ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়ার ইঞ্জিনিয়ার, মেন্টেইনার- সহ বিভিন্ন পদে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেডে B.E/ B.Tech/3 years engineering diploma/ L.L.B./ 3 years B.Sc./ ITI pass/ graduation in any stream ইত্যাদি।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 13 জানুয়ারি 2020.
শিক্ষাগত যোগ্যতা- প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (৬): অন্তত 60% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাশ। উচ্চমাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থাকতে হবে। সঙ্গে ছয় মাসের কম্পিউটার কোর্স। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (৮): সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 26 ডিসেম্বর 2019
পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ল্যাবরেটরী টেকনিশিয়ান ও স্টাফ নার্স পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- ল্যাব টেকনিশিয়ান: ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি/ অংক সহ উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে DMLT কোর্স পাশ করে থাকতে হবে। স্টাফ নার্স: GNM নার্সিং কোর্স পাশ করে থাকতে হবে।
আবেদন করতে হবে অফলাইনে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To the Office of the CMOH & Secretary, District Health & Family Welfare Samiti, Purba Medinipur, Pin-721636
আবেদনের শেষ তারিখ- 26 ডিসেম্বর 2019।
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে বিভিন্ন পদে 137 জন কর্মী নিয়োগ। স্টাইপেন্ডারি ট্রেনি, টেকনিশিয়ান-বি, অ্যাসিস্ট্যান্ট-বি, ড্রাইভার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে, আবেদন করা যাবে 17 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি 2020 পর্যন্ত। এই নিয়োগের বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
5000 শূন্যপদে ক্লার্ক নিয়োগ। নিয়োগ করা হবে PA, SA, JSC ও DEO পদে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ।
আবেদনের শেষ তারিখ- 10 ই জানুয়ারি 2020।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভায় গ্রূপ-ডি স্থায়ী পদে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ।
আবেদন করতে হবে অফলাইনে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To The Chairman, Contai Municipality, P.O. + P.S.- Contai, Dist.- Purba Medinipur, Pin- 721401.
আবেদনপত্র পৌঁছানো শেষ তারিখ- 20 ডিসেম্বর 2019।
SAI- এ (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) বিভিন্ন পদে মোট 130 জন কর্মী নিয়োগ করা হবে। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি। অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স, স্পোর্টস ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- মোট 50 শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট শাখায় স্নাতকোত্তর ডিগ্রি। অথবা যে কোন শাখায় স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- 20 ডিসেম্বর 2019।
পশ্চিম মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লার্ক-কাম-কম্পাউন্ডার, নার্স, জুনিয়র সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা- সহ বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ- 18 ডিসেম্বর 2019।