পূর্ব বর্ধমান জেলার কালনা মিউনিসিপ্যালিটি- তে গ্রূপ-ডি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাস।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To The Chairman, Kalna Kunicipality, P.O.- & P.S.- Kalna, Purba Bardhaman, Pin- 713409
আবেদনের শেষ তারিখ- 26 নভেম্বর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- www.kalnamunicipality.org
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করা হবে Asistant Town Planner পদে।
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাশ।
আবেদন করতে হবে অনলাইন এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 3 ডিসেম্বর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- www.pscwbapplication.in
মুর্শিদাবাদ জেলার বেলডাঙা মিউনিসিপ্যালিটিতে গ্রূপ-ডি স্থায়ী পদে নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাস সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To the Chairman, Beldanga Municipality, Station Road, P.O.- & P.S.- Beldanga, Dist.- Murshidabad, Pin- 742133
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 21 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.beldangamunicipality.org
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে মেডিকেল অফিসার পদে নিয়োগ। নিয়োগ করা হবে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (1329) এবং ব্লক মেডিকেল অফিসার (168) পদে।
শিক্ষাগত যোগ্যতা- MBBS পাশ।
আবেদনের শেষ তারিখ- 22 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.wbhrb.in
রাজগঞ্জ কলেজ কলেজে গ্রূপ-ডি পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাস। কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবেন।
লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ- বিভিন্ন পদ অনুযায়ী 22 নভেম্বর এবং 23 শে নভেম্বর।
IBPS স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ। মোট শূন্যপদ 1163।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী গ্রাজুয়েশন/ মাস্টার ডিগ্রী।
আবেদনের শেষ তারিখ- 26 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.ibpsonline.ibps.in
দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নাইট গার্ড পদে নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত অষ্টম শ্রেণী পাস।
ইন্টারভিউ এর তারিখ- 28 শে নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.s24pgs.gov.in
হুগলি জেলায় ‘ফিমেল ভ্যাগ্র্যান্টস’ হোমে বিভিন্ন পদে পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে এক বছরের চুক্তিতে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 18 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.hooghly.gov.in
মালদা জেলায় গার্লস চিল্ড্রেন হোমে মহিলা কুক ও হেলপার পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাস। (কেবল মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন)।
ইন্টারভিউ এর তারিখ- 18 নভেম্বর 2019।
ইন্টারভিউ স্থান- জেলা শিশু সুরক্ষা দপ্তর, সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়াম, তৃতীয় তল, বাঁধ রোড, মালদা।
অফিশিয়াল ওয়েবসাইট- www.malda.gov.in
কলকাতা স্বাস্থ্য মিশনে ডাটা এনালিস্ট পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- B.Sc/ কম্পিউটার অ্যাপ্লিকেশন পাস, বাংলা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
আবেদন করতে হবে অফলাইন এর মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Principal, College of edicine and sagore dutta hospital, 578, BT road kamarhati Kolkata 700058
আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট- 20 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in
ইন্ডিয়ান অয়েলে 380 জন অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ।
নিয়োগ করা হবে টেকনিশিয়ান, এ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, টেকনিশিয়ান এ্যাপ্রেন্টিস ইলেক্ট্রিক্যাল, টেকনিশিয়ান এ্যাপ্রেন্টিস টেলিকমিউনিকেশন এন্ড ইন্সট্রুমেন্টেশন, ট্রেড এ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েশন/ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনে ডিপ্লোমা ইত্যাদি।
আবেদনের শেষ তারিখ- 22 নভেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.plis.Indianoilpipelines.in
কেন্দ্রীয় সরকারের সশস্ত্রবাহিনীতে নার্সিং B.Sc পড়িয়ে সরাসরি চাকরিতে নিয়োগ। ট্রেনিং চলাকালীন ট্রেনিং, ইউনিফর্ম, থাকা-খাওয়া যাবতীয় খরচ সরকার বহন করবে।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত 50 শতাংশ নম্বর সহ রেগুলার কোর্স উচ্চমাধ্যমিক পাশ। উচ্চমাধ্যমিকে ইলেক্টিভ সাবজেক্ট হিসাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংরেজি থাকতে হবে। যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 2 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.joinindianarmy.nic.in
ভারতীয় নৌবাহিনীতে ট্রেনিং দিয়ে নাবিক পদে নিয়োগ।
মোট শূন্যপদ- 2700. আর্টিফিশার আপ্রেন্টিস 500, সেকেন্ডারি রিক্রুইটসের ক্ষেত্রে 2200
শুধুমাত্র অবিবাহিত তরুণরা এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ। অংক , ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি বা কম্পিউটার সাইন্স পড়ে থাকতে হবে।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 18 নভেম্বর।
অফিসিয়াল ওয়েবসাইট- www.joinindiannavy.gov.in