কলকাতা পুলিশে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি। মোট শূন্যপদ ২২৯৮।
পদের নাম- কনস্টেবল (১৫০০), লেডি কনস্টেবল (২৮৫), সাব ইন্সপেক্টর (১৮৫), লেডি সাব-ইন্সপেক্টর (২৮), সার্জেন্ট (১২৫), পুলিশ ড্রাইভার (১৭৫)।
কনস্টেবল:
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
বয়সসীমা- 18 থেকে 27 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- ৫,৪০০/- থেকে ২৫,২০০/- সঙ্গে ২,৬০০/- গ্রেড পে।
শারীরিক যোগ্যতা (PMT)- উচ্চতা: কমপক্ষে ১৬৭ সেমি। ছাতি: ৭৮ সেমি, ৫ সেমি ফোলাতে হবে। ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী যথাযথ হতে হবে। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং এসটি প্রার্থীদের জন্য- উচ্চতা: ১৬০ সেমি, ছাতি: ৭৬ সেমি, ৫ সেমি ফোলাতে হবে। ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী যথাযথ হতে হবে।
PET- দৌড়: দৌড়াতে হবে ১৬০০ মিটার বা ১.৬ কিমি (Qualifying time is 6 minutes 30 second)
লেডি কনস্টেবল:
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
বয়সসীমা- 18 থেকে 27 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- ৫,৪০০/- থেকে ২৫,২০০/- সঙ্গে ২,৬০০/- গ্রেড পে।
শারীরিক যোগ্যতা (PMT)- উচ্চতা: কমপক্ষে ১৬০ সেমি। ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী যথাযথ হতে হবে। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং এসটি প্রার্থীদের জন্য- উচ্চতা: ১৫২ সেমি, ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী যথাযথ হতে হবে।
PET- দৌড়: দৌড়াতে হবে ৪০০ মিটার (Qualifying time is 2 minutes).
সাব ইন্সপেক্টর:
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাশ সমতুল।
বয়সসীমা- 20 থেকে 27। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- ৭,১০০/- থেকে ৩৭,৬০০/- সঙ্গে ৩,৯০০/- গ্রেড পে।
শারীরিক যোগ্যতা (PMT)- উচ্চতা: ১.৬৭ মিটার। ছাতি: ৭৯ সেমি, কমপক্ষে ৫ সেমি ফোলাতে হবে। ওজন: ৫১.৫ কেজি।
লেডি সাব-ইন্সপেক্টর:
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাশ সমতুল।
বয়সসীমা- 20 থেকে 27। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- ৭,১০০/- থেকে ৩৭,৬০০/- সঙ্গে ৩,৯০০/- গ্রেড পে।
শারীরিক যোগ্যতা (PMT)- উচ্চতা: কমপক্ষে ১.৬০ মিটার। ওজন: ৪৫ কেজি।
সার্জেন্ট:
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাস সমতুল।
বয়সসীমা- 20 থেকে 27। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- ৭,১০০/- থেকে ৩৭,৬০০/- সঙ্গে ৩,৯০০/- গ্রেড পে।
শারীরিক যোগ্যতা (PMT)- উচ্চতা: ১.৭৩ মিটার। ছাতি: ৮৬.৩৬ সেমি, কমপক্ষে ৫ সেমি ফোলাতে হবে। ওজন: ৬৩ কেজি।
পুলিশ ড্রাইভার:
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ, সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি:
কনস্টেবল, লেডি কনস্টেবল- ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে (PET) পাশ করলে লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউ।
সার্জেন্ট, সাব ইন্সপেক্টর, লেডি সাব-ইন্সপেক্টর- ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে (PMT) পাশ করলে লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউ।
কি কাজ করতে হবে?
কনস্টেবল- Patrolling duties, Traffic duties, Guarding vital installations, Escorting of prisoners, Maintenance of Law and Order etc. (ট্রাফিকের কাজ, গার্ড দিতে হবে, আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, বন্দীদের পাহারা দিতে হবে)।
লেডি কনস্টেবল- Maintenance of Law and Order, Missing Persons Squad, Traffic duties etc. (আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, নিখোঁজ ব্যক্তি খোঁজা, ট্রাফিক দায়িত্ব)।
সাব ইন্সপেক্টর- Investigation of cases, Maintenance of Law and Order, Collection of intelligence. (বিভিন্ন মামলার তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, বিভিন্ন বুদ্ধিমত্তার কাজ)।
লেডি সাবইন্সপেক্টর- Investigation of cases, Maintenance of Law and Order, Collection of intelligence. (বিভিন্ন মামলার তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ, বিভিন্ন বুদ্ধিমত্তার কাজ)।
সার্জেন্ট- Maintenance of Law and Order, Traffic Duties, Piloting and escorting duties. (আইন-শৃঙ্খলা রক্ষার ট্রাফিক দায়িত্ব ইত্যাদি)।
পুলিশ ড্রাইভার- গাড়ি চালাতে হবে।
পদোন্নতি:
কনস্টেবল ও লেডি কনস্টেবল- সর্বোচ্চ ইন্সপেক্টর পদ পর্যন্ত পদোন্নতি রয়েছে।
সাব ইন্সপেক্টর, লেডি সাব-ইন্সপেক্টর সার্জেন্ট- সর্বোচ্চ ডেপুটি কমিশনার অফ পুলিশ পদ পর্যন্ত পদোন্নতি রয়েছে।
এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। সূত্রের খবর জানুয়ারি মাসেই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে কলকাতা পুলিশ। অফিশিয়াল বিজ্ঞপ্তি বেরোলে এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।