কারেন্ট অ্যাফেয়ার্স, ১১ ফেব্রুয়ারী, ২০২০ Daily Current Affairs 10 February, 2020:
- এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানচ্যুত হলেন মুকেশ আম্বানি। প্রথম স্থানে রয়েছেন জ্যাক মা। বর্তমানে এশিয়ার মধ্যে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি।
- ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক মহিলাদের বিজ্ঞান শিক্ষা বিস্তারে ‘বিজ্ঞান জ্যোতি’ প্রকল্প চালু করলো। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত মহিলাদের NIT & IIT- তে বিজ্ঞানভিত্তিক ক্যাম্পে যোগদানের সুযোগ দেওয়া হবে।
- ICC Women’s T20 World cup জয়ী হলো অস্ট্রেলিয়া। ভারতকে 85 রানে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নিল অস্ট্রেলিয়ার মহিলা দল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে 8 মার্চ, 2020 খেলা হয়েছিল।
- করোনা ভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করতে মোবাইল অ্যাপ তৈরি করল পাঞ্জাব সরকার। অ্যাপটির নাম ‘COVA Punjab’. COVA- Corona Virus Alert.