কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মার্চ, ২০২০ Daily Current Affairs 12 March, 2020:
- এবারের আই লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। আইজল এফসি এর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ী হয়ে দ্বিতীয় বার আই লিগ শিরোপা ছিনিয়ে নিল মোহনবাগান। 2014-15 প্রথমবার জয়ী হয়েছিল মোহনবাগান।
- Renewable বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুজরাটে প্রায় 50,915 টি সৌর ছাদ (Rooftop) তৈরি করা হয়েছে। গুজরাট দেশের মধ্যে স্থাপনায় তালিকায় শীর্ষে রয়েছে।
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (CFO) হিসেবে নিযুক্ত হলেন Chalasani Nageswar.
- দেশের প্রথম রাজ্য ওড়িশায় SHG দলগুলির জন্য ‘মিশন শক্তি’ নামে একটি আলাদা দপ্তর খোলা হবে। বিশ্ব নারী দিবসে এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
- রাঁচি ইউনিভার্সিটি তাদের নিজস্ব কমিউনিটি রেডিও স্টেশন লঞ্চ করলো- RADIO KHANCHI 90.4 FM, Aap Sabka Radio.
- ‘Green J&K’ প্রকল্পের মাধ্যমে জম্মু-কাশ্মীরে প্রায় 32 লক্ষ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হলো। পুরো রাজ্যজুড়ে সবুজায়নের উদ্দেশ্যে এই প্রকল্প।
- বিশ্ব নারী দিবসে বিশিষ্ট লেখিকা এবং চলচ্চিত্র নির্মাতা Tahira Kashyap একটি নতুন বই প্রকাশ করলেন। বইটির নাম- ‘The 12 Commandments of Being A Woman’. তাহিরা বিশিষ্ট অভিনেতা আয়ুষ্মান খুরানা- র স্ত্রী।