কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মার্চ, ২০২০ Daily Current Affairs 13 March, 2020:
- 12 মার্চ পালিত হলো বিশ্ব কিডনি দিবস। এবছরের থিম ছিল- “Kidney health for everyone everywhere”.
- এবছরের বিশ্ব যোগা দিবস অনুষ্ঠিত হবে লাদাখের শহরে, 21 জুন 2020.
- ভারতীয় কোস্ট গার্ডের প্রথম মহিলা DIG হিসাবে নিযুক্ত হলেন নুপুর কুলশ্রেষ্ঠা। তিনি 1999 সালে কোস্টগার্ড যুক্ত হন। প্রথম মহিলা যিনি সরাসরি পদোন্নতির মাধ্যমে DIG পদে উন্নীত হলেন।
- ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক একটি বই প্রকাশ করলেন। বইটির নাম- ‘The adventures of Daredevil democrat’. ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নবীন পট্টনায়কের পিতা বিজু পট্টনায়কের 104 তম জন্মবার্ষিকীতে এই বই প্রকাশ করলেন।
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) এর নতুন তালিকায় ভারতের পাঁচ ব্যক্তি জায়গা করে নিলেন। Byju Raveendran (Founder- Byju’s), Gourav Gupta (Co-founder- Zomato), Tara Sing Vachani (CEO- Antara Senior Living), Vinati Mutreja (MD & CEO, Vinati Organics Ltd.), Swapan Mehra (CEO, Lora Ecological Solutions).
- 63 কেজি বিভাগে বক্সিং- এ ব্রোঞ্জ পদক প্রাপ্ত মনীশ কৌশিক জর্ডানের আম্মান এশিয়ান কোয়ালিফায়ার জয়ের পর টোকিও অলিম্পিকের জন্য নির্বাচিত হলেন। ভারতীয় হিসেবে নবম।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বিশ্ব মহামারী হিসেবে চিহ্নিত করেছেন।