Ans- মনোজ আহুজা।
২) সম্প্রতি TVS Group, সুন্দরম মেডিকেল ফাউন্ডেশন এবং IIT- Madras যৌথভাবে যে শ্বাসকষ্টে সাহায্যকারী যন্ত্র তৈরি করলো, তার নাম কি?
Ans- Sundaram Ventago
৩) সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “HOPE”- নামক একটি অনলাইন পোর্টালে করলেন?
Ans- উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মূলত কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষতা বিকাশের সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই পোর্টাল চালু করা হয়েছে।
৪) সম্প্রতি অল ইন্ডিয়া রেডিও- র কোন আঞ্চলিক শাখায় “Covid- 19 পর্ দৈনিক জানকারি”- নামক প্রোগ্রাম লঞ্চ করা হলো?
Ans- ইটানগর শাখায়। অরুণাচল প্রদেশের All India Radio Itanagar- এ এই প্রোগ্রাম চালু করা হয়েছে
৫) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ TDS এবং TCS কত শতাংশ হ্রাস ঘোষণা করলেন?
Ans- ৩১ মার্চ ২০২১ পর্যন্ত ২৫% কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। TDS- Tax Deducted at Source. TCS- Tax Collected at Source.
৬) সম্প্রতি কোন রাজ্যে “E-Sanjeevani OPD Online”- নামক পোর্টার লঞ্চ করা হলো?
Ans- মহারাষ্ট্র। এই পোর্টালের মাধ্যমে রোগীরা সরাসরি ভিডিও কলের মাধ্যমে ডাক্তারদের চিকিৎসা পরিষেবা নিতে পারবেন।
৭) সর্বপ্রথম কোন সোশ্যাল মিডিয়া সংস্থা তাদের কর্মীদের পুরোপুরি বাড়িতে থেকে কাজ করার সিদ্ধান্ত ঘোষণা করলো?
Ans- Twitter. Twitter has made it official to let its employees work from home forever if they choose to.
৮) সম্প্রতি প্রকাশিত SRS- এর তথ্য অনুযায়ী কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি?
Ans- মধ্যপ্রদেশ। জন্মহার সবচেয়ে বেশি বিহারে।
৯) সম্প্রতি কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন?
Ans- IAS বসুধা মিশ্র।
১০) সম্প্রতিক কে Ministry of New and Renewable Energy- এর সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন?
Ans- ইন্দু শেখর চতুর্বেদী।