১) চতুর্থ Asian Youth Para Games কোন দেশ হোস্ট করবে?
উঃ Bahrain. 2021 সালের 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২) কেন্দ্রীয় সরকারের “গরিব কল্যাণ রোজগার অভিযান” দেশের কয়টি জেলায় এই অভিযান চলবে?
উঃ ৬ টি রাজ্যের মোট ১১৬ টি জেলায়।
৩) সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল “দিনদয়াল উপাধ্যায় সাশক্তিকরন পুরস্কার” পেল?
উঃ জম্মু-কাশ্মীর।
৪) কেন্দ্রীয় সরকার সম্প্রতি কয়লা খনির নিলাম শুরু করেছে?
উঃ ৪১ টি।
৫) সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রক দেশের বিভিন্ন রাজ্যে KISCE তৈরীর উদ্যোগ নিল, KISCE- এর পুরো নাম কি?
উঃ Khelo India State Centres of Excellence. প্রতিটি রাজ্যে গড়ে তোলা হবে এই কেন্দ্র। তবে প্রথম দফায় মোট ৮ টি রাজ্যে তৈরি হতে চলেছে KISCE.
৬) Institute for Management Development (IMD)- দ্বারা প্রকাশিত World Competitiveness Index- এ ভারতের স্থান কত?
উঃ ৪৩ তম। প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর।
৭) কোন রাজ্য ১৮ জুন ২০২০ দিনটিকে “Mask Day” হিসেবে পালন করলো?
উঃ কর্ণাটক। মাস্ক ব্যবহারের সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়েছে।
৮) কে Indraprastha Gas Ltd.- এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?
উঃ AK Jana.
৯) সম্প্রতি কে Cricket Australia (CA)- এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন?
উঃ Nick Hockley.