কারেন্ট অ্যাফেয়ার্স- ১৯ মার্চ, ২০২০ Daily Current Affairs 19 March 2020:
১) কেরালা সরকার “Break the Chain” নামে গণ হ্যান্ড ওয়াশ অভিযান শুরু করলো।
২) মধ্যপ্রদেশ সরকারের প্রধান সচিব (Chief Secretary) হিসেবে নিযুক্ত হলেন IAS অফিসার গোপাল রেড্ডি।
৩) ভারতে Google Cloud- এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন Karan Bajwa.
৪) Paytm Payments Bank Ltd. (PPBL) তাদের গ্রাহকদের জন্য Visa ডেবিট কার্ড চালু করলো। এ পর্যন্ত তারা RuPay ডেবিট কার্ড প্রদান করত।
৫) ১৮ মার্চ পালিত হলো Ordnance Factories’ Day, ভারতবর্ষের প্রাচীনতম অর্ডিন্যান্স ফ্যাক্টরি কলকাতায় অবস্থিত, ১৮০২ খ্রিস্টাব্দের ১৮ মার্চ এটি প্রতিষ্ঠা হয়েছিল।
৬) Power Finance Corporation- এর কমিটি অফ ক্যাবিনেট (CMD) হিসেবে নিযুক্ত হলেন রবিন্দর সিং।
৭) মারা গেলেন বলিউড অভিনেতা তথা আমজাদ খানের ভাই ইমতিয়াজ খান (৭৭)। ইয়াদোঁ কি বারাত, ধর্মাত্মা, নুরজাহান সহ আরো কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি।
৮) বিহার সরকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব- কে মহামারী হিসেবে ঘোষণা করলো।
৯) Covid- 19 মোকাবিলায় ১৪ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক, যা জনস্বাস্থ্য ও বিভিন্ন দেশ গুলির স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার জন্য ব্যবহৃত হবে।