১) বিশ্ব শরণার্থী দিবস বা World Refugee Day কবে পালিত হয়?
উঃ ২০ জুন। এবছরের থিম- “Every Action Counts”.
২) সম্প্রতি সৌদি আরবের কোন সংস্থা রিলাইন্স জিও- র ২.৩২ শতাংশ শেয়ার কিনে নিল?
উঃ Saudi Arabia’s Public Investment Fund (PIF). সংস্থাটি বিনিয়োগ করেছে 11,367 কোটি টাকা।
৩) সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন Covid- 19 এর জন্য যে মোবাইল ল্যাব লঞ্চ করলেন তার নাম কি?
উঃ I-Lab.
৪) সম্প্রতি ১৯ জুন কোন রাজ্যে “Great June Uprising Day” পালিত হলো?
উঃ মনিপুর।
৫) সম্প্রতি কে UN General Assembly- র প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন?
উঃ ভোলকান বোচকির।
৬) সম্প্রতি আইজলের কোন স্টেডিয়ামকে KISCE- এর জন্য আপগ্রেড করার সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু?
উঃ রাজীব গান্ধী স্টেডিয়াম। KISCE- Khelo India State Centre of Excellence.
৭) কোন ভারতীয় অর্থনীতিবিদ সম্প্রতি “Peace Prize of the German Book Trade”- পুরস্কার জিতলেন?
উঃ অমর্ত্য সেন।
৮) সম্প্রতি ভারতবর্ষে কোথায় পৃথিবীর বৃহত্তম ১০ হাজার শয্যা বিশিষ্ট করোনা চিকিৎসা পরিষেবা কেন্দ্র তৈরি করা হলো?
উঃ দিল্লিতে। দিল্লির রাধাস্বামী স্পিরিচুয়াল সেন্টার- কে অস্থায়ীভাবে করোনা চিকিৎসার জন্য তৈরি করা হলো।
৯) কে কিরগিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন?
উঃ Kubatbek Boronov.