কারেন্ট অ্যাফেয়ার্স- ৮ মার্চ, ২০২০ Daily Current Affairs 8 March 2020:
- ভারত এবং US এর মধ্যে 1200 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হলো। এই চুক্তির মাধ্যমে VVIP প্লেন গুলিকে মিসাইলের হাত থেকে রক্ষার জন্য প্রটেকশন সুট কিনবে ভারত।
- চিফ ইনফর্মেশন কমিশনার (CIC) হলেন বিমল জুলকা। তিনি ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রির সেক্রেটারি ছিলেন।
- দিনদয়াল অন্তদয় যোজনা এবং National Urban Livelihoods Mission (DAY-NULM) এবং অ্যামাজনের মধ্যে মউ স্বাক্ষরিত হলো। এর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর (SHG) হাতে তৈরি জিনিসপত্র অ্যামাজন এর মাধ্যমে ক্রেতারা কিনতে পারবেন।
- The Badminton World Federation (BWF) 2020, এশিয়া চ্যাম্পিয়নশিপ- এর স্থান পরিবর্তন করল। চীনের ইউহান থেকে ফিলিপিন্সের ম্যানিলাতে এটি অনুষ্ঠিত হবে। এই খেলা অনুষ্ঠিত হবে 21 থেকে 26 এপ্রিল 2020 পর্যন্ত।
- পুমা (PUMA) কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন করিনা কাপুর।
- পরপর 5 বছর ধরে বিশ্বের NGO গুলির মধ্যে এবছরও প্রথম স্থানে থাকলো Bangladesh Best International Development Organisation (BRAC). 1972 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার ফাজলে হাসান আবেদ।
- করোনা ভাইরাসের কারণে 21 তম International Indian film Academy Awards (IIFA) স্থগিত রাখা হলো। এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল মধ্যপ্রদেশের ইন্দোর এবং ভোপালে, 27 থেকে 29 মার্চ 2020.
- খেলো ইন্ডিয়া উইন্টার গেমস অনুষ্ঠিত হতে চলেছে জম্মু এবং কাশ্মীরের গুলমার্গে। শুরু হবে 7 মার্চ থেকে। পাঁচ দিনের এই খেলায় প্রায় 900 প্রতিযোগী অংশগ্রহণ করবেন। আয়োজনে জম্মু এবং কাশ্মীর স্পোর্টস কাউন্সিল, সহায়তায় ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইউথ আফেয়ার্স অন্ড স্পোর্টস।
- করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8.3 বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করলেন।