কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রাইমারি ও হাইস্কুলে শিক্ষক নিয়োগ। নর্থইস্ট ফ্রণ্টিয়ার রেলওয়ের অধীনস্থ স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে। এগুলি সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ।
স্কুল অনুযায়ী শূন্যপদ:
১) নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে এইচএস স্কুল, মালিগাঁও-
[পোস্ট গ্রাজুয়েট টিচার: ৬ (জুলজি- ১, বায়োলজি- ১, পলিটিক্যাল সাইন্স- ১, ইকোনমিক্স- ১, ইতিহাস- ১, আসামিজ- ১)]
[ট্রেন্ড গ্রাজুয়েট টিচার: ৩ (পিটিআই- ১, হিন্দি- ২)
[প্রাইমারি টিচার (ইংরেজি মিডিয়াম): ৪]
২) রেলওয়ে এইচএস স্কুল, মালিগাঁও-
[পোস্ট গ্রাজুয়েট টিচার: (বিজনেস স্টাডিজ)- ১]
[ট্রেন্ড গ্রাজুয়েট টিচার: ১৪ (পিটিআই- ১, হিন্দি- ১, বায়ো সাইন্স- ১, ভূগোল- ১, ইংরেজি- ১, পিওর সাইন্স- ২, পিটিআই- ১, ফাইন আর্টস- ১, কম্পিউটার সাইন্স- ১, ইংরেজি- ১, আসামিজ- ১, ডান্স- ১)]
বেতন- পোস্ট গ্রাজুয়েট টিচার: ২৭,৫০০/-, ট্রেন্ড গ্রেজুয়েট টিচার: ২৬,২৫০/-, প্রাইমারি টিচার: ২১,২৫০/-
শিক্ষাগত যোগ্যতা-
প্রাইমারি টিচার: অন্তত 50 শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশন পাশ বিএ d.el.ed কোর্স পাশ করে থাকতে হবে।
ফ্রেন্ড গ্রাজুয়েট টিচার: সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন পাস সঙ্গে বিএড।
পোস্ট গ্রাজুয়েট টিচার: সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে বিএড।
বয়স- ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।
বয়স- ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।
ইন্টারভিউ এর তারিখ- প্রাইমারি টিচার ও পোস্ট গ্রাজুয়েট টিচারদের ইন্টারভিউ হবে আগামী ৩০ মার্চ এবং ট্রেন গ্রাজুয়েট টিচার ইন্টারভিউ হবে আগামী ৩১ মার্চ, ২০২০ সকাল ১০ টা থেকে।
ইন্টারভিউ এর ঠিকানা- office of the general manager (P), C/o GM office complex, Maligaon, NF railway, guwahati- 11.
ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র পূরণ করে যাবতীয় প্রমাণপত্র অরিজিনাল এবং জেরক্স কপি কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে।
Official Website- Click here
Download Official Notification-