শিক্ষার গুণগতমান বৃদ্ধি করার জন্য পাঠ্যসূচিতে বেশকিছু রদবদল আনতে চলেছে শিক্ষা দপ্তর। জানা গিয়েছে, নতুন পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আবশ্যিক করা হচ্ছে নতুন বিষয় ফিজিক্যালঅ্যান্ড কম্পিউটার এডুকেশন। এবার নিজেরাই বই প্রকাশ করবেশিক্ষা দপ্তর৷ এইসব বিষয়ে শিক্ষকতা করার জন্য নিয়োগ করা হতে পারে চুক্তিভিত্তিক শিক্ষক৷
কম্পিউটার এডুকেশনের ক্ষেত্রে এতদিন স্কুলগুলি বেসরকারি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে ক্লাস নেওয়া হত৷ তবে এখন থেকে রাজ্য শিক্ষা দপ্তর স্বতন্ত্রভাবে কম্পিউটার শিক্ষক নিয়োগ করে কম্পিউটার ক্লাস শুরু করতে চাইছে৷ স্কুলগুলিতে এই জন্য চুক্তিভিত্তিকশিক্ষক নিয়োগ করতে পারে রাজ্য শিক্ষা দপ্তর৷
ইতিমধ্যেইকম্পিউটার– এর সিলেবাস তৈরিহয়েছে৷ ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত করা হচ্ছে কম্পিউটার এডুকেশন৷ অর্থাৎ এবার থেকে বিষয়টির নাম হবে ফিজিক্যাল অ্যান্ড কম্পিউটার এডুকেশন৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হতে পারে এই ব্যবস্থা৷
News Source- Collected