জাতীয় শিক্ষা কাউন্সিলে গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা NCTE- তে। পশ্চিমবঙ্গে পরীক্ষার সেন্টার রয়েছে।
মোট শূন্যপদ- ১৮ টি।
পদের নাম-
লোয়ার ডিভিশন ক্লার্ক: ৫ টি।
স্টেনোগ্রাফার গ্রেড-সি: ৩ টি।
স্টেনোগ্রাফার গ্রেড-ডি: ৬ টি।
অ্যাসিস্ট্যান্ট: ৩ টি।
ডাটা এন্ট্রি অপারেটর: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা-
লোয়ার ডিভিশন ক্লার্ক: যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
স্টেনোগ্রাফার গ্রেড-সি: যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। ইংরেজি বা হিন্দিতে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ১০০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
স্টেনোগ্রাফার গ্রেড-ডি: যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। একটি প্রতিলিপি ১০ মিনিট টাইপ করতে হবে, প্রতি মিনিটে ৮০ টি শব্দ।
অ্যাসিস্ট্যান্ট: যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ। সংশ্লিষ্ট বিষয়ে দু-বছরের অভিজ্ঞতা প্রয়োজন। কম্পিউটারে দক্ষ হতে হবে।
ডাটা এন্ট্রি অপারেটর: উচ্চ মাধ্যমিক পাশ। ডাটা এন্ট্রি স্পিড হতে হবে ১ ঘন্টায় ১৫ হাজার কি ডিপ্রেশন।
বয়স- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন-
লোয়ার ডিভিশন ক্লার্ক: ১৯,৯০০- ৬৩,২০০/-
স্টেনোগ্রাফার গ্রেড-সি: ৩৫,৪০০- ১,১২,৪০০/-
স্টেনোগ্রাফার গ্রেড-ডি: ২৫,৫০০- ৮১,১০০/-
অ্যাসিস্ট্যান্ট: ৩৫,৪০০- ১,১২,৪০০/-
ডাটা এন্ট্রি অপারেটর: ২৫,৫০০- ৮১,১০০/-
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেই আইডি থাকতে হবে।
আবেদন ফি-
অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার গ্রেড-সি পদের ক্ষেত্রে আবেদন ফি ১,২৫০ টাকা। স্টেনোগ্রাফার গ্রেড-ডি, ডাটা এন্ট্রি অপারেটর ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে আবেদন ফি ১,০০০ টাকা। এসসি, এসটি, শারীরিক প্রতিবন্ধী, NCTE কর্মী, মহিলা কর্মী ও ex servicemen এদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না।
অনলাইনে আবেদন করার শেষ তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২০।
অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড-
Apply Now Online-