রাজ্য সরকারের শ্রম দপ্তর এর তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চুক্তির ভিত্তিতে এই পদগুলিতে নিয়োগ করা হবে।
প্রতিটি জেলায় শূন্য পদের বিন্যাস:
জলপাইগুড়ি 2, আলিপুরদুয়ার 2, কোচবিহার 2, কালিংপং 3, দার্জিলিং 3, উত্তর দিনাজপুর 5, দক্ষিণ দিনাজপুর 2, মালদা 8, মুর্শিদাবাদ 7, নদিয়া 7, উত্তর 24 পরগনা 10, দক্ষিণ 24 পরগনা 6, হাওড়া 9, হুগলি 11, পশ্চিম বর্ধমান 11, পূর্ব বর্ধমান 5, বাঁকুড়া 12, বীরভূম 7, পুরুলিয়া 7, পশ্চিম মেদিনীপুর 6, ঝাড়গ্রাম 4, পূর্ব মেদিনীপুর 7 কলকাতা 4।
মোট শূন্যপদের সংখ্যা: 140 টি।
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃতবোর্ডথেকেমাধ্যমিকবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। State Council of Technical Education অথবা রাজ্য বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার এ 6 মাসের ট্রেনিং কোর্স করে থাকতে হবে। প্রতি ঘন্টায় 6000 কি ডিপ্রেশন থাকতে হবে।
বয়সসীমা:
বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1-1-2019 তারিখের হিসেবে।
বেতন:
প্রতি মাসে বেতন দেওয়া হবে 12000 টাকা। এবং বার্ষিক 3% বেতন বৃদ্ধি হবে।
Selection process:
এই ক্লার্ক পদগুলিতে বিশেষত তিনটি পদ্ধতির উপর বিচার করে নিয়োগ করা হবে। প্রথমত- মাধ্যমিকে প্রাপ্ত নম্বর দ্বিতীয়ত- কম্পিউটার পরীক্ষা হবে 40 নম্বরের এবং তৃতীয়ত- ইন্টারভিউ হবে 10 নম্বরের।
আবেদন করার শেষ তারিখ: 14 ই সেপ্টেম্বর 2019