সরাসরি ট্রেনিং দিয়ে আর্মি, নেভি ও এয়ারফোর্সে অফিসার নিয়োগ করা হবে। এই পদগুলিতে শুধুমাত্র অবিবাহিত তরুণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। National Defence Academy and Naval Academy Examination 2020.
শিক্ষাগত যোগ্যতা- ন্যাশনাল ডিফেন্স একাডেমীতে আর্মি শাখার জন্য যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ। ন্যাশনাল ডিফেন্স একাডেমির এয়ারফোর্স ও ন্যাভাল ব্রাঞ্চ এবং নেভাল একাডেমিতে 10+2 ক্যাডেট এন্ট্রির ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ।
বয়সসীমা- বয়স হতে হবে সাড়ে 16 থেকে সাড়ে 19 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদন করা যাবে- 8 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত।
8000 শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গে (আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি) পরীক্ষা কেন্দ্র রয়েছে। SBI Clerical Recruitment 2020
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ।
বয়স- 20 থেকে 28 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 26 জনুয়ারি।
কেন্দ্রীয় সরকারের 1817 শূন্য পদে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বয়স- 18 থেকে 25 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 23 শে জানুয়ারি।
ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে (Indian Coast Guard) নাবিক পদে 260 জন নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা- অংক, ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিকে অন্তত ৫০% (তপশিলীদের জন্য ৪৫%) নম্বর পেয়ে থাকতে হবে।
বয়স- 18 থেকে 22 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অনলাইনে। 26 January থেকে 2 February মধ্যে।
দিল্লি পুলিশে 585 হেড কনস্টেবল নিয়োগ। যার মধ্যে পুরুষ- 392, মহিলা-193।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান ও অংক নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ বা মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে ইংরেজিতে 15 মিনিটে 1000 কী ডিপ্রেশনে দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- 01-07-2019 তারিখে 18 থেকে 27 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 27 জানুয়ারি 2020.
কলকাতা পুলিশে 2298 শূন্যপদে নিয়োগ।
পদের নাম- কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, লেডি সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট ও পুলিশ ড্রাইভার।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক অথবা গ্রেজুয়েশন পাশ।
এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে।
চাম্পদানি পৌরসভায় মজদুর (৩৯), ড্রাইভার (৮) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- মজদুর: অষ্টম শ্রেণী পাশ, ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ড্রাইভার: অষ্টম শ্রেণী পাশ সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অফলাইনে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To The Chairman, Champdany Municipality, 1, Poura Bhawan Road, Champdany, P.O.- Baidyabati, Dist.- Hooghly, Pin- 712222.
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 10 জানুয়ারি।
ইন্ডিয়ান অয়েলে 312 শূন্যপদে এ্যাপ্রেন্টিস নিয়োগ। ইন্ডিয়ান অয়েলের নর্দান রিজিয়নের মার্কেটিং ডিভিশন ‘ট্রেড এ্যাপ্রেন্টিস’, ‘টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস’, ‘ডাটা এন্ট্রি অপারেটর’, ‘ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর’, ট্রেড এ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী আইটিআই পাশ/ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা ইত্যাদি।
বয়স- 18 থেকে 24 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 22 জানুয়ারি।
দূর্গাপুর স্টিল প্লান্টে টেকনিশিয়ান, ম্যানেজার পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা।
বয়স- বিভিন্ন পদ অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 27 জানুয়ারি।
পশ্চিমবঙ্গ পুলিশে 8000 কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
আগামী জানুয়ারি মাসেই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
রাজ্যের স্বাস্থ্য বিভাগে 910 শূন্যপদে অফিসার নিয়োগ। নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট সহ বিভিন্ন পদে।
আবেদন করতে পারবেন অনলাইনে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম সহ বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ- 29 জানুয়ারি 2020.
রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
পদের নাম- উদ্যান পালন প্রযুক্তি সহায়ক।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ অথবা এগ্রিকালচারে ভোকেশনাল কোর্স পাশ করতে হবে।
বয়স- 18 থেকে 40।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 15 জানুয়ারি 2020.
দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রূপ-ডি পিওন পদে নিয়োগ। যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ।
বয়সসীমা- 18 থেকে 40
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 14 ই জানুয়ারি 2020
কালিম্পঙ জেলা আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রূপ-ডি, নাইট গার্ড পদে নিয়োগ। যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাশ।
বয়সসীমা- 18 থেকে 40
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 10 জানুয়ারি 2020