7 Aug, 2019 বুধবার বেলা একটায় প্রকাশিত হলো মাধ্যমিক এর উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফলাফল। 10 ই আগস্ট 2019 থেকে স্কুলে পৌঁছে যাবে মার্কশীট।
এবার মাধ্যমিক এর উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন এনে মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যে মাধ্যমিক এর উত্তরপত্র মূল্যায়নে কোন টাকা দিতে হবে না। তথ্য জানার অধিকার আইনে দেখা যাবে খাতা। উত্তরপত্র মূল্যায়নের প্রতিলিপি সংগ্রহ করতে চাইলে পাতা পিছু দু টাকা দিতে হবে। আগে মাধ্যমিকের খাতা রিভিউ করার জন্য পরীক্ষার্থীদের 100 টাকা করে দিতে হলেও এখন থেকে আর কোন টাকা দিতে হবে না।
কিভাবে রেজাল্ট দেখবেন?
নিচের বাটনে ক্লিক করলে আপনারা একটি পেজে যাবেন। প্রথমে দেবেন রোল তারপরে দেবেন নাম্বার। তারপরে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার রেজাল্ট আপনি দেখতে পাবেন।
রেজাল্ট দেখার জন্য নিচের বাটনে ক্লিক করুন–