পরীক্ষা প্রস্তুতি

বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন উত্তর (পর্ব- ১)

Advertisement

বন সহায়ক ইন্টাভিউ প্রশ্নোত্তর পর্ব- 

বন দপ্তরের বন সহায়ক ইন্টারভিউ এর জন্য ১০ টি গুরুত্ত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো-

১) বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ?

উঃ তিনটি। যথা- কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল।

২) বর্তমান পশ্চিমবঙ্গের বন সচিবের নাম কি?

উঃ  Sri Hirdyesh Mohan.

৩) রেড ডাটা বুক কি?

উঃ বিলুপ্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সংবলিত পুস্তককে রেড ডাটা বুক বলা হয়। ১৯৬৩ খ্রিস্টাব্দে IUCN দ্বারা প্রতিষ্ঠিত Survival Service Commission- এর উদ্যোগে সর্বপ্রথম রেড ডাটা বুক রচিত হয়।

৪) কোথায় চিকপো আন্দোলনের সূত্রপাত হয়?

উঃ উত্তরাখণ্ডের  চামোলি জেলার রেনি নামক গ্রাম থেকে চিপকো আন্দোলনের সূত্রপাত হয়।

৫) WWF- এর পুরো নাম কি?

উঃ World Wildlife Fund.

৬) PCCF- এর পুরো নাম কি?

উঃ Principal Chief Conservator of Forests.

৭) কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

উঃ মধ্যপ্রদেশ।

৮) দুটি লুপ্তপ্রায় সরীসৃপের উদাহরণ দাও-

উঃ গোসাপ, কুমির, ঘড়িয়াল, শঙ্খচূড়, পাইথন।

৯) চাপরামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উঃ জলপাইগুড়ি।

১০) সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উঃ দক্ষিণ ২৪ পরগনা।

Related Articles