রাজ্য সরকারের বাগবাজার, গার্ডেনরিচ, ভবানীপুর, টালিগঞ্জ ও এন্টালি সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অধীনে কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে। আবেদনকারীকে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
অঙ্গনওয়াড়ি কর্মী: অন্তত মাধ্যমিক পাশ। অঙ্গনওয়াড়ি সহায়িকা: অষ্টম শ্রেণী পাশ।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পাবেন সংশ্লিষ্ট শিশু বিকাশ সেবা প্রকল্পের দপ্তর থেকে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে একটি মুখ বন্ধ খামে সংশ্লিষ্ট সেবা প্রকল্পের অফিসে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২৭ এপ্রিল।
রাজ্যে 976 শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ।পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী অষ্টম শ্রেণী পাশ। নাম সই করতে জানলেও আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ- 15 এপ্রিল 2020।
দার্জিলিং জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে একাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা-
একাউন্টেন্ট- কমার্সে অনার্স গ্রাজুয়েট, সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ডাটা এন্ট্রি অপারেটর- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস, সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। ১ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র পূরণ করে দার্জিলিং জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৭ এপ্রিল
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে ইংরেজি হিন্দি ও উর্দু বিষয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মোট শূন্যপদ- ২০১
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে ২ বছরের ডিএলএড বা ৪ বছরের b.el.ed। অথবা গ্রাজুয়েশন সঙ্গে d.el.ed থাকলে আবেদন করা যাবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- ১৫ এপ্রিল।
নদীয়া জেলার গয়েশপুর পৌরসভায় ক্লার্ক ও গ্রু-ডি কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে আবেদন করতে পারবেন।
পদের নাম- ক্লার্ক, পিওন, হেল্পার, স্টোর কিপার, মজদুর, ক্যাশিয়ার, একাউন্টেন্ট।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ।
বয়স- ১৮ থেকে ৪০
আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র পূরণ করে গয়েশপুর মিউনিসিপালিটি অফিসের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- ৪ এপ্রিল ২০২০।
কলকাতা পুরসভায় সার্জেন্ট পদে কর্মী নিয়োগ। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন। পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস।
উচ্চতা- অন্তত 5 ফুট 7 ইঞ্চি। এবং বুকের ছাতি অন্তত 34 ইঞ্চি হতে হবে।
বয়স- 18 থেকে 37 বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ- 9 এপ্রিল।
পশ্চিমবঙ্গ পুলিশের কোস্টাল পুলিশ স্টেশনে সাব ইন্সপেক্টর (২৪), এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (২৩), কনস্টেবল (৯২) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। For operating fast inspector boats/ flat bottom vessels/ water scooter (jet sky)/
মোট শূন্যপদ- ১৩৯
Male candidates retired from Indian Navy/ Indian coast guard/ BSF water wing/ Indo Tibetan border Police (water wing) are only eligible to apply.
বয়স- সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- ২৪ এপ্রিল।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল সংশ্লিষ্ট এলাকার মহিলা প্রার্থীরা আবেদনযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ, মাধ্যমিকে অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়স- ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। SC/ ST প্রার্থীদের জন্য বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৩১ মার্চ
দিল্লি ডেভলপমেন্ট অথরিটিতে ৫৫৫ শূন্যপদে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েট পাশে কর্মী নিয়োগ।
পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড- ডি, সার্ভেয়র, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, মালি সহ বিভিন্ন পদে নিয়োগ চলছে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েট পাশ।
বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- ২২ এপ্রিল।
উত্তরপূর্ব সীমান্ত রেলের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ। ইংরেজি, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, ফাইন আর্টস, কম্পিউটার সাইন্স, মিউজিক ইত্যাদি বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা-
প্রাইমারি টিচার: অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশন পাশ, সঙ্গে দু বছরের ডিএলএড।
ট্রেন্ড গ্রাজুয়েট টিচার- সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন পাস সঙ্গে বিএড।
পোস্ট গ্রাজুয়েট টিচার- সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট সঙ্গে বিএড।
বয়স- ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ ৩০ মার্চ এবং ৩১ মার্চ সকাল ১০ টা থেকে।
কেন্দ্রীয় সরকারের নর্দান কোল্ড ফিল্ড লিঃ একাউন্ট/ কস্ট একাউন্টেন্ট টেক গ্রেড-এ, জুনিয়র কেমিস্ট, আমিন গ্রেড-ডি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে বিভিন্ন পদ অনুযায়ী চার্টার্ড একাউন্টেন্সি বা কস্ট একাউন্টান্সি/ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ আইটিআই থেকে সার্ভেয়রশিপে সার্টিফিকেট কোর্স।
বয়স- ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- ৩০ মার্চ।
জলপাইগুড়ি জেলায় চৌকিদার, নার্স, আয়া সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা-
চৌকিদার- অষ্টম শ্রেণী পাস (বয়স- ২১ থেকে ৪০)।
নার্স- উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে নার্সিং- এ ডিপ্লোমা/ GNM কোর্স পাশ। দু বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক (বয়স- ২৩ থেকে ৪০ বছরের মধ্যে)।
আয়া- মাধ্যমিক পাস, গৃহবধূদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই হবে (বয়স- ২১ থেকে ৫০)।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- ২৭ মার্চ।
কোচবিহার জেলায় রূপশ্রী প্রকল্পে কাজের জন্য একাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ। এক বছরের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা-
একাউন্টেন্ট- কমার্সে অনার্স গ্রাজুয়েট, সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ডাটা এন্ট্রি অপারেটর- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস, সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। এক বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স- সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
আবেদন করতে হবে অফলাইনে।
আবেদনের শেষ তারিখ- ২৭ মার্চ