কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ পশ্চিমবঙ্গ সহ মোট 38 টি অস্ত্র কারখানায় 6060 তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- নন আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে অন্তত 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ (অংক বিজ্ঞান বিষয়ের প্রতিটিতে 40% করে নম্বর থাকা বাধ্যতামূলক)। আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সঙ্গে NCVT বা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই কোর্স পাশ।
বয়স- 9 ফেব্রুয়ারি 2020 তারিখের হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 9 ফেব্রুয়ারি।
হুগলি-চুঁচুড়া মিউনিসিপালিটিতে গ্রূপ-ডি স্থায়ী পদে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ- 76
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ সঙ্গে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়স- 1 জানুয়ারি 2020 তারিখের হিসেবে 18 থেকে 40।
আবেদন করতে হবে অফলাইনে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- TO THE CHAIRMAN, HOOGHLY CHINSURAH MUNICIPALITY, MAHENDRA MITRA ROAD, PIPULPATI, P.O. & DIST. HOOGHLY, PIN- 712103
আবেদনের শেষ তারিখ- 28 জানুয়ারি।
পুরুলিয়া ও আলিপুরদুয়ারে জেলার স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এই পদগুলিতে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েশন পাশ/ BMLT/ DMLT সঙ্গে কম্পিউটারে যোগ্যতা থাকতে হবে।
আবেদন করতে হবে অফলাইনে।
আবেদনের শেষ তারিখ- 22 জানুয়ারি।
দক্ষিণ-পূর্ব রেলে 1785 জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং দেওয়া হবে।
শূন্যপদ বিন্যাস- খড়গপুর ওয়ার্কশপ- 360, খড়গপুর ডিভিশন- 612, চক্রধরপুর ডিভিশন- 413, আদ্রা ডিভিশন- 213, রাঁচি ডিভিশন- 80, সিনি ওয়ার্কশপ- 107.
শিক্ষাগত যোগ্যতা- মোট অন্তত 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডিং NCVT স্বীকৃত আইটিআই কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স- 1 জানুয়ারি 2020 তারিখের হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে।
আবেদনের শেষ তারিখ- 3 ফেব্রুয়ারি।
হেভি ওয়াটার বোর্ডে 271 জন কর্মী নিয়োগ। এটি কেন্দ্রীয় সরকারের এটমিক এনার্জি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা।
পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক (মোট অন্তত 50 শতাংশ নম্বর সহ গ্রাজুয়েশন পাশ), স্টেনোগ্রাফার (মাধ্যমিক পাশ সঙ্গে ইংরেজিতে স্টেনোগ্রাফিতে মিনিটে 80 শব্দ এবং টাইপিংয়ে মিনিটে 30 শব্দের গতি থাকতে হবে), ড্রাইভার (মাধ্যমিক পাশ সঙ্গে লাইট এবং হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে)।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 31 জানুয়ারি।
8000 শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গে (আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি) পরীক্ষা কেন্দ্র রয়েছে। SBI Clerical Recruitment 2020
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ।
বয়স- 20 থেকে 28 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 26 জনুয়ারি।
রাজ্যের বিভিন্ন সরকারি পলিটেকনিক কলেজগুলিতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ। নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন।
মোট শূন্যপদ- 209
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন/ ডিপ্লোমা কোর্স পাশ।
বয়স- 1 জানুয়ারি 2020 তারিখের হিসেবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 30 জনুয়ারি।
AIIMS- এ 206 শূন্যপদে স্টাফ নার্স নিয়োগ। নিয়োগ করা হবে পাটনা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং B.Sc (H) বা B.Sc নার্সিং বা B.Sc (পোস্ট সার্টিফিকেট) বা পোস্ট বেসিক B.Sc নার্সিং। অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা। সবক্ষেত্রেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নার্স এন্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। (ডিপ্লোমাধারীদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন)।
বয়স- 21 থেকে 23 বছরের মধ্যে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 12 ফেব্রুয়ারি।
কেন্দ্রীয় সরকারের 1817 শূন্য পদে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বয়স- 18 থেকে 25 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 23 শে জানুয়ারি।
পশ্চিম রেলে 3553 তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা- মোট অন্তত 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স- 6 ফেব্রুয়ারি 2020 তারিখের হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 6 ফেব্রুয়ারি।
ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে (Indian Coast Guard) নাবিক পদে 260 জন নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা- অংক, ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিকে অন্তত ৫০% (তপশিলীদের জন্য ৪৫%) নম্বর পেয়ে থাকতে হবে।
বয়স- 18 থেকে 22 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অনলাইনে। 26 January থেকে 2 February মধ্যে।
সরাসরি ট্রেনিং দিয়ে আর্মি, নেভি ও এয়ারফোর্সে অফিসার নিয়োগ করা হবে। এই পদগুলিতে শুধুমাত্র অবিবাহিত তরুণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। National Defence Academy and Naval Academy Examination 2020.
শিক্ষাগত যোগ্যতা- ন্যাশনাল ডিফেন্স একাডেমীতে আর্মি শাখার জন্য যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ। ন্যাশনাল ডিফেন্স একাডেমির এয়ারফোর্স ও ন্যাভাল ব্রাঞ্চ এবং নেভাল একাডেমিতে 10+2 ক্যাডেট এন্ট্রির ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ।
বয়সসীমা- বয়স হতে হবে সাড়ে 16 থেকে সাড়ে 19 বছরের মধ্যে।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 28 জানুয়ারি।