ঝাড়গ্রাম জেলা পরিষদে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রূপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণি পাশ।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 15 নভেম্বর 2019
অফিসিয়াল ওয়েবসাইট- www.jhargram.gov.in
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি টেকনিশিয়ান এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েশন/ সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাড্রেসে পাঠাতে হবে The Register, National Institute of Technology Hamirpur, Hamirpur- 177 005 (H.P.)
আবেদনের শেষ তারিখ- 28 শে অক্টোবর 2019।
অফিসিয়াল ওয়েবসাইট- recruitment.nith.ac.in
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, অংক অথবা বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ফার্মাসি কোর্স পাস।
আবেদনের শেষ তারিখ- 24 অক্টোবর 2019
অফিসিয়াল ওয়েবসাইট- www.wbhrb.in
706 শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগ। নিয়োগ করবে দিল্লি ফায়ার সার্ভিস।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স।
আবেদনের শেষ তারিখ- 6 নভেম্বর পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট- www.dsssb.delhi.gov.in
রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে প্রাইমারি ও হাইস্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক।
শিক্ষাগত যোগ্যতা- হাইস্কুলের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড, প্রাইমারি স্কুলের জন্য উচ্চমাধ্যমিক পাস সঙ্গে D.El.Ed. এবং CTET কোয়ালিফাই থাকতে হবে।
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- The Principal, Farakka Barrage Project Higher Secondary School, Farakka
Barrage Project; P.O.: Farakka, District: Murshidabad-742212, West Bengal
আবেদনের শেষ তারিখ- 18 অক্টোবর 2019।
অফিসিয়াল ওয়েবসাইট- www.fbp.gov.in
সরাসরি রেলির মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলার তরুণরা এই রেলিতে অংশগ্রহণ করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- 45% নম্বর নিয়ে মাধ্যমিক পাস (প্রতিটি বিষয়ে অন্তত 33 শতাংশ নম্বর থাকতে হবে)।
রেলি হবে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন রিক্রিয়েশন ক্লাব গ্রাউন্ডে, 22 শে নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 6 নভেম্বর 2019।
অফিসিয়াল ওয়েবসাইট- www.joinindianarmy.nic.in
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর মাধ্যমে ল্যাবরোটারি এসিস্ট্যান্ট পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- B.Pharm/ B.Tech (Chemical and Pharmaceutical) B.Sc. (Honours in Chemistry) or Botany or Zoology.
আবেদন করতে পারবেন 17 অক্টোবর থেকে 24 শে অক্টোবরের মধ্যে।
অফিসিয়াল ওয়েবসাইট- www.whhrb.in
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হয়েছে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে এই কোর্সের মাধ্যমে মাধ্যমিক পাস করতে পারবেন।
দরখাস্ত করতে পারবেন অনলাইনে বা অফলাইনে।
আবেদনের শেষ তারিখ- 12 জানুয়ারি 2019।
যোগাযোগ- 033 235 97711
অফিসিয়াল ওয়েবসাইট- www.twbcros.org
রেলির মাধ্যমে পশ্চিমবঙ্গের মোট নয় জেলা থেকে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট পদে নিয়োগ। আবেদন করতে পারবেন উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমানের তরুণরা। রেলি হবে 2 ডিসেম্বর কোলাঘাটে।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংরেজি সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে অন্তত 55 শতাংশ নম্বর সহ ফার্মাসিতে ডিপ্লোমা অথবা স্নাতক।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 6 নভেম্বর 2019
অফিসিয়াল ওয়েবসাইট- www.joinindianarmy.nic.in
সম্পূর্ণ বিনামূল্যে তপশিলি জাতি ও আদিবাসী মহিলাদের টেলারিং কোর্স। কোর্সের সময়সীমা 6 মাস।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাস। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে।
প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বহরমপুর, ডোমকল, জিয়াগঞ্জ, মালদা টাউন, ইটাহার, কালিয়াগঞ্জ, হিলি, গঙ্গারামপুর, শান্তিপুর এবং দিনহাটায়।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
অফিসিয়াল ওয়েবসাইট- www.wbscstcorp.gov.in
সুপ্রিম কোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস সঙ্গে টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- 24 অক্টোবর 2019।
অফিসিয়াল ওয়েবসাইট- www.sci.gov.in
1000 তপশিলি জাতি ও উপজাতি গোষ্ঠীভুক্ত তরুণ-তরুণীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ব্রেইনওয়্যার স্কিলস। এই প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে অষ্টম শ্রেণী পাস।হেল্পলাইন নম্বর- 9433139265, 8420197205, 8013881814
অফিসিয়াল ওয়েবসাইট- www.wbscstcorp.gov.in
একশো দিনের কাজ দেখাশোনার জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন।
ইন্টারভিউয়ের তারিখ- 24 অক্টোবর 2019 সকাল 11 টা।
অফিসিয়াল ওয়েবসাইট- www.murshidabad.gov.in