রাজ্যে মোটর ভেহিকেল ইনস্পেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ।
আবেদনের শেষ তারিখ- 30 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.pscwbapplication.in
কেন্দ্রীয় সরকারের প্রায় 5000 শূন্যপদে ক্লার্ক নিয়োগ। নিয়োগ করা হবে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার সেক্রেটারিয়েট ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর পদে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ।
আবেদনের শেষ তারিখ- 10 ই জানুয়ারি 2020।
1104 জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসেশিপ ট্রেনিং দেবে উত্তর পূর্ব রেল। এই প্রশিক্ষণ দেওয়া হবে ফিটার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার সহ ITI- এর বিভিন্ন ট্রেডে। প্রশিক্ষণের সময় এক বছর।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ, সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট আইটিআই সার্টিফিকেট কোর্স পাশ।
আবেদনের শেষ তারিখ- 25 ডিসেম্বর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- www.ner.indianrailways.gov.in
ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চে 71 জন টেকনিশিয়ান পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ, সঙ্গে নিম্নলিখিত যেকোনো একটি ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। ট্রেডগুলি হল: কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং, কম্পিউটার হার্ডওয়ার, নেটওয়ার্ক টেকনিশিয়ান, ডেক্সটপ অপারেটর প্রোগ্রামিং, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেম, কম্পিউটার পাবলিশিং অপারেটর, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম, কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন মেইনটেনেন্স, কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং, আইটি এন্ড কমিউনিকেশন সিস্টেম মেইনটেনেন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স মেকানিক, রেডিও অ্যান্ড টেলিভিশন মেকানিক, রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশনার, মেকাট্রনিক্স, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স এবং ইলেকট্রিশিয়ান।
আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের শেষ তারিখ- 23 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.ntrorectt.in / www.ntro.gov.in
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েলফেয়ার অফিসার নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- সোশ্যাল ওয়ার্ক বিষয়ে গ্রাজুয়েশন পাশ। অথবা যেকোন বিষয়ে গ্রাজুয়েশন পাশ সঙ্গে যেকোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্কে ডিপ্লোমা।
আবেদনের শেষ তারিখ- 26 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.pscwbapplication.in
কেন্দ্রীয় সরকারের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে ক্লার্ক ও সহ-শিক্ষক পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস এবং সহ শিক্ষক পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে d.el.ed পাস করে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- 23 ডিসেম্বর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- www.cbbarrackpore.org
পশ্চিমবঙ্গ পুলিশে Staff Officer পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ।
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- 24 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.wbpolice.gov.in
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি এবং শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটিতে।
পদের নাম- প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, একাউন্টস ক্লার্ক, ক্যাশিয়ার, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল), সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল)।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা।
আবেদনের শেষ তারিখ- 31 ডিসেম্বর 2019
অফিশিয়াল ওয়েবসাইট- www.mscwb.org
রিষড়া পৌরসভায় ক্লার্ক, সহঃশিক্ষক, পিওন, হেল্পার ও মজদুর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী অষ্টম শ্রেণী পাশ।
আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র পাবেন রিষড়া পৌরসভার অফিসে।
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 16 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.rishramunicipality.org
রাজ্যে 5778 পদে গ্রামীণ ডাক সেবক পদের জন্য অনলাইনে আবেদন শুরু হল।
শিক্ষাগত যোগ্যতা- মাদ্রাসা থেকে মাধ্যমিক পাশ।
আবেদনের শেষ তারিখ- 14 ই ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.appost.in/gdsonline
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নার্স, ল্যাবরেটরি সুপারভাইজার পদে নিয়োগ। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী B.Sc নার্সিং/ GNM নার্সিং/ বিজ্ঞান শাখায় গ্রাজুয়েট ইত্যাদি।
আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার পর প্রিন্ট করা আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ- 15 ডিসেম্বর 2019।
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 20 ডিসেম্বর 2019।
অফিশিয়াল ওয়েবসাইট- www.wbhealth.gov.in