শিক্ষার খবর

বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারের যে ১০ টি চাকরির আবেদন চলছে, এক্ষুনি দেখে নিন

Advertisement
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে 150 ড্রাইভার পদে নিয়োগ। প্রতিটি জেলায় শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স।
আবেদনের শেষতারিখ 24 সেপ্টেম্বর 2019।
Official Notice- https://www.wbhealth.gov.in
সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (C-TET) এর জন্য আবেদন শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকতার জন্য আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতাউচ্চমাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিকে কমপক্ষে 50% নম্বর, সঙ্গে দু বছরের d.el.ed কোর্স পাস অথবা অন্তিম বছরে পাঠরত হয়ে থাকলেও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষতারিখ 18 সেপ্টেম্বর 2019।
Official Notice- https://ctet.nic.in
কলকাতা পুরসভায় ভেক্টর কন্ট্রোল অফিসার পদে নিয়োগ। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন।
আবেদন করারশেষ তারিখ16 সেপ্টেম্বর 2019।
Official Notice- https://www.mscwb.org

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্লানার পদে নিয়োগ।
আবেদনের শেষতারিখ 16 সেপ্টেম্বর 2019
Official Notice- https://www.mscwb.org
ISRO (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন)- তে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হল।
নিয়োগ করা হবে টেকনিশিয়ান-বি (ফিটার), ড্রাফটসম্যান-বি, এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে।
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI,
আবেদনের শেষতারিখ 13 সেপ্টেম্বর 2019।
Official Notice- https://www.isro.gov.in
কলকাতায় আরবান হেলথ মিশনে নার্স পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতাওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে GNM ট্রেনিং অথবা B.Sc. নার্সিং ডিগ্রি থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল- এ রেজিস্টার্ড হতে হবে। বাংলা ভাষায় দক্ষ থাকতে হবে।
আবেদনপত্রজমা দেওয়ারঠিকানা Room NO. 147, First floor, 5, S.N. Banerjee Road, Kolkata Municipal Corporation (HQ), Kolkata- 700013.
আবেদন করতেপারবেন 2 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বরের মধ্যে।
Official Notice- https://www.kmcgov.in

 

Related Articles