পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা ও কেন্দ্রীয় সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তর- এর যৌথ উদ্যোগে গ্রামীণ কর্মপ্রার্থীদের বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরিতে নিয়োগ, (দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা)।। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত মাধ্যমিক পাশ।
বয়স- 18 থেকে 25 বছরের মধ্যে।
কোর্সের সময়সীমা- ১২ মাস।
কোর্সের নাম- Certificate course in CNC Turning & Milling.
প্রশিক্ষণ কেন্দ্র- Central Tool Room & Training Centre Bonhoogly Industrial Area, Kolkata- 700108. GOVT OF INDIA SOCIETY – MINISTRY OF MICRO, SMALL & MEDIUM ENTERPRISES
GOVERNMENT OF INDIA.
GOVERNMENT OF INDIA.
আবশ্যিক যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই হাওড়া অথবা জলপাইগুড়ি জেলার বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পঞ্চায়েত এলাকার বাসিন্দা ও BPL হতে হবে। আবেদনকারীকে তপশিলি জাতি (SC) অথবা সংখ্যালঘু সম্প্রদায় (মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ) ভুক্ত হতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-
আধার কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ড, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, ব্যাংক একাউন্টের পাসবুক, ডিজিটাল রেশন কার্ড, সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত হলে তার সার্টিফিকেট, 4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।।
আবেদনের শেষ তারিখ- 20 ফেব্রুয়ারি 2020
আবেদনে আগ্রহী হয়ে থাকলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন। প্রশিক্ষণ কেন্দ্রের স্যার আপনাদের সহযোগিতা করবেন।কীভাবে ভর্তি হবেন, কোথায় যেতে হবে, কবে থেকে শুরু হবে সবকিছু বলে দেবেন।
যোগাযোগ- 8017085253, 9733183118, 9163676406, 789000447
Job Location- সম্পূর্ণ প্রশিক্ষণের শেষে রাজ্যের বাইরে বিভিন্ন বড় বড় কোম্পানিতে সংশ্লিষ্ট বিভাগে চাকরির সুযোগ।
সহযোগিতায়- পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা এবং ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তর।
রূপায়ণে- সেন্ট্রাল টুল রুম এন্ড ট্রেনিং সেন্টার, বনহুগলি, কলকাতা।।