রাজ্যের ক্লার্ক গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে ফিট হতে হবে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের হুগলি জেলার জেলাশাসকের অফিসে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদে এই কর্মী নিয়োগ করা হচ্ছে।
পদের নাম- বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক-কাম-টাইপিস্ট, অডারলি, নাইট গার্ড (শুধুমাত্র পুরুষ প্রার্থীর জন্য)।
বয়স- প্রতিটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখে হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা-
বেঞ্চ ক্লার্ক- যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ অথবা সমতূল।
লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট- মাধ্যমিক পাশ বা সমতূল।
অর্ডারলি- অষ্টম শ্রেণী পাশ।
নাইট গার্ড- অষ্টম শ্রেণী পাশ।
বেতন-
বেঞ্চ ক্লার্ক- প্রতিমাসে 14,700/-
লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট- প্রতিমাসে 11,880/-
অডারলি- প্রতিমাসে 7,000/-
নাইট গার্ড- প্রতিমাসে 7,000/-
শূন্যপদ- বেঞ্চ ক্লার্ক- 1, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট- 1, অডারলি- 1, নাইট গার্ড- 1।
আবেদন পদ্ধতি- প্রথম দুটি পদের জন্য অর্থাৎ বেঞ্চ ক্লার্ক ও লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনে। হুগলি জেলার অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে। এবং অর্ডারলি ও নাইন গার্ড পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে। অর্ডারলি ও নাইন গার্ড পদের ক্ষেত্রে আবেদন পত্র ডাউনলোড করে, সঠিকভাবে পূরণ করা আবেদন পত্রের সঙ্গে সমস্ত নথিপত্রের জেরক্স কপির সেল্ফ অ্যাটেস্টেড করে মুখ বন্ধ খামে নিচের ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে লিখতে হবে “Application for the post of……….. (Orderly/ Night Guard)”
আবেদন ফি- শূন্য।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- District Social Welfare Officer, Social Welfare Section, Old Collectorate Building, Office of the District Magistrate, Hooghly, PIN- 712101
অর্ডারলি ও নাইট গার্ড পদের জন্য আবেদন পত্র ডাউনলোড করুন-
বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য অনলাইনে আবেদন করুন-
আবেদন করতে পারবেন- 21 সেপ্টেম্বর থেকে 1অক্টোবর, 2020 তারিখ বিকেল 5 টা 30 মিনিট পর্যন্ত।