1461 জন কর্মী নিয়োগ করবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ও নন এক্সেকিউটিভ ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার,জুনিয়ার ইঞ্জিনিয়ার,মেন্টেনার সহ বিভিন্ন পদে। DMRC Recruitment 2020.
পদের নাম- কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট (৩৮৬), জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেক্ট্রিক্যাল (২৬), জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স (৬৬), জুনিয়ার ইঞ্জিনিয়ারস সিভিল (৫৯), জুনিয়ার ইঞ্জিনিয়ার এনভায়রনমেন্ট (৮), জুনিয়ার ইঞ্জিনিয়ার স্টোর্স (৫), ফায়ার ইন্সপেক্টর (৭), অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার (২৩), একাউন্টস অ্যাসিস্ট্যান্ট (৪৮), স্টোর্স অ্যাসিস্ট্যান্ট (৮), অফিস অ্যাসিস্ট্যান্ট (৮), স্টেনোগ্রাফার (৯), মেন্টেনার/ ইলেকট্রিশিয়ান (১০১), মেন্টেনার/ ইলেকট্রনিক্স মেকানিক (১৪৪), মেন্টেনার ফিটার (১৮)।।
শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেডে B.E/ B.Tech/3 years engineering diploma/ L.L.B./ 3 years B.Sc./ ITI pass/ graduation in any stream etc. শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে নীচে দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়স- জুনিয়ার ইঞ্জিনিয়ার ফায়ার ইন্সপেক্টর কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং মেন্টেনার পদের ক্ষেত্রে 18 থেকে 28, অন্যান্য পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন 1 ডিসেম্বর 2019 তারিখ হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন ফি- আবেদন ফি লাগবে 500 টাকা। মহিলা, SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা লাগবে।
বেতনক্রম- বিভিন্ন পদ অনুযায়ী 25,000/- to 1,15,000/-
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। অফিশিয়াল ওয়েবসাইট- www.delhimetrorail.com অনলাইনে আবেদন করা যাবে 14 ডিসেম্বর 2019 থেকে 13 জানুয়ারি 2020 পর্যন্ত।
Click here to Download official notification-