Good news for the Group-D recruitment in West Bengal. The staff selection commission of the state is returning.
গ্রূপ-ডি কর্মী নিয়োগে বড়োসড়ো পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, আগে গ্রূপ-ডি কর্মী নিয়োগ করা হতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে। তারপর গ্রূপ-ডি কর্মী নিয়োগ জন্য 2011 সালে তৈরি হয় ওয়েস্টবেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। পরিকাঠামোগত ত্রূটি ও একাধিক দুর্নীতির জন্য 2017 সালে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন তুলে দেওয়া হয়।
আবার নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার। বিধানসভা সূত্রে খবর, স্টাফ সিলেকশন কমিশন ফেরানোর জন্য বিধানসভায় বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী দিনে গ্রূপ-ডি কর্মী নিয়োগের জন্য নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব নেবে এই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। নতুন করে এই বোর্ড গঠন হলে নিয়োগ প্রক্রিয়া কতটা শীঘ্র ও স্বচ্ছ হয় তা সময়ই বলবে।