রাজ্যের জেলা আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। বাড়িতে বসে ইমেল করে আবেদন করা যাবে। নিয়োগ করা হবে দক্ষিণ ২৪ পরগনা জেলার আলিপুর কোর্টে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন।
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO).
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
শূন্যপদ- ৫ টি।
বেতন- প্রতিমাসে ১৩,০০০/-
আবেদন পদ্ধতি-
(আবেদন তিন ভাবে করা যাবে, আলিপুর কোর্টের ঠিকানায় পাঠাতে পারেন, অথবা সরাসরি গিয়ে হাতে জমা দিতে পারেন, অথবা ইমেল আইডির মাধ্যমে পাঠাতে পারেন)
আবেদনপত্র ডাউনলোড করে A4 সাইজের কাগজে প্রিন্ট নিতে হবে। প্রিন্ট করা আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে, সঙ্গে সমস্ত নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল (জেরক্স কপি) সেল্ফ অ্যাটেস্টেড করে মুখ বন্ধ খামে ভরে পাঠাতে হবে নিচের ঠিকানায়। খামের উপর লিখতে হবে “Application for the Post of Data Entry Operator”.
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the District Judges Court, South 24 Parganas, Alipore, (English department).
আবেদন করার ইমেল আইডি-alprcrmnt@gmail.com
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- ৩১ আগস্ট ২০২০ সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৪ টার মধ্যে।
আবেদনপত্র ডাউনলোড করুন-
অফিশিয়াল ওয়েবসাইট-