রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক বছরের চুক্তির ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। শিক্ষক নিয়োগ করা হবে বীরভূম জেলার Ekalavya Model Residential School (English Medium), under overall control of the Tribal Development Department, Govt. of West Bengal. (Adrees: Vill & P0 – Kankutia,”P.S- Bolpur, Dist.-Birbhum)
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার।
শূন্যপদ- 6 টি (ইতিহাস- 1, বাংলা- 1, বায়োলজি বোটানি- 1, বায়োলজি জুলজি- 1, কেমিস্ট্রি- 1, সাঁওতালি- 1)।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বি.এ. (অনার্স) বা বি.এস.সি. (অনার্স)। বি.এড./ ডি.এল.এড. লাগবে না।
বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জুলাই 2020 তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন- প্রতি মাসে 25000 টাকা।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ- এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন-