রাজ্যের স্কুলগুলিতে প্রায় 17 হাজার শূন্যপদে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। প্রতিটি স্কুলে একজন করে এই কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। স্কুলের ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। তাই প্রচুর কম্পিউটার শিক্ষক প্রয়োজন হবে। এর জন্য একসাথে 17 হাজার শূন্যপদে কম্পিউটার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। সূত্রের খবর, রাজ্যে প্রায় 5-6 হাজার আইসিটি শিক্ষক রয়েছেন। তাদের সবাইকে এর অধীনে আনা সম্ভব নয়, কারণ অনেকেই স্নাতক পাশ নন। আবার অনেকের মাত্র ছয় মাসের কম্পিউটার ট্রেনিং রয়েছে। কিন্তু যাদের প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে তাদেরকে এর অধীনে আনার চেষ্টা করা হবে।
রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষক নিয়োগ নিয়ে মন্ত্রীসভার ছাড়পত্র পাওয়া গেলেই রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কিন্তু তার আগেই এই আইসিটি শিক্ষকদের এর অধীনে আনার প্রক্রিয়া শুরু হবে। নতুন কম্পিউটার শিক্ষকদের SSC- র মাধ্যমে নিয়োগ করা হবে ? নাকি অন্য কোন বোর্ডের মাধ্যমে হবে তা ঠিক হয়নি। এই নিয়োগ হবে স্থায়ী পদে। তবে তাঁদের কনসলিডেটেড পে দেওয়া হবে বলে জানা গেছে।