১. এসিড ধাতুর পাত্রে সংরক্ষণ না করে কাঁচের পাত্রে সংরক্ষণ করা হয় কেন?
উঃ ধাতুর সাথে এসিড প্রতিক্রিয়া করতে পারে তাই।
২. অ্যামাইনো এসিড কাকে বলে?
উঃ অ্যামাইনোবর্গ যুক্ত জৈব অম্লকে।
৩. লালারসের প্রধান উৎসেচকের নাম কি?
উঃ টায়ালিন বা সালিভারি অ্যামাইলেজ।
৪. পাকস্থলী রসের প্রধান উৎসেচক কোনটি?
উঃ পেপসিন।
৫. কোন পরিপাক রসে উৎসেচক থাকে না?
উঃ যকৃৎ নিঃসৃত পিত্তরসে।
৬. বহুবীজপত্রী কাকে বলে?
উঃ যে বীজে দুই’য়ের -এর বেশি বীজপত্র থাকে।
৭. ‘প্রোটোজোয়া’ শব্দটি কে প্রথম চালু করেন?
উঃ বিজ্ঞানী গোল্ডফাস (1822 সালে)।
৮. মাছ থেকে আমরা শতকরা কতটা প্রোটিন পাই?
উঃ 75%।
৯. মানুষের শরীরে কয়টি হাড় থাকে?
উঃ 206 টি।
১০. মানুষের করোটিতে কয়টি হাড় থাকে?
উঃ 29 টি।
১১. মানুষের মেরুদন্ডে কয়টি কশেরুকা থাকে?
উঃ 26 টি।
১২. মানুষের দেহের কঠিনতম অংশ কী?
উঃ দাঁতের এনামেল।
১৩. একটি মানব শিশুর মোট কয়টি দাঁত থাকে?
উঃ কুড়িটি।
১৪. মানুষের প্রতিটি বৃক্কে কত নেফ্রন থাকে?
উঃ 10 লাখ।
১৫. কোন শৈবাল মহাকাশ গবেষণার সঙ্গে সম্পর্কিত?
উঃ ক্লোরেল্লা ভালগারিস।
১৬. মানুষের শরীরে ভিটামিন সি -এর অভাবে কি রোগ হয়?
উঃ স্কার্ভি।
১৭. মানুষের শরীরে ভিটামিন বি -এর অভাবে কি রোগ হয়?
উঃ বেরিবেরি।
১৮. মানুষের পিটুইটারি গ্রন্থির অগ্রখন্ড থেকে নিঃসৃত হরমোন গুলিকে কি বলে?
উঃ ট্রফিক হরমোন।
১৯. ক্ষুদ্রান্ত্রের গায়ে থাকা গ্রন্থি নিঃসৃত খাদ্য পরিপাককারি আন্ত্রিক রস কে কী বলে?
উঃ ‘সাক্কাস এন্তেরিকাস’।
২০. B12 ভিটামিনের রাসায়নিক নাম কি?
উঃ সায়ানোকোবালামিন।