রেলওয়ে গ্রূপ-ডি ২০ টি বিজ্ঞানের প্রশ্নোত্তর:
১. তেঁতুলে কোন এসিড থাকে?
উঃ টারটারিক অ্যাসিড।
২. DNA- এর পিউরিন ক্ষার গুলি কি কি?
উঃ অ্যাডিনিন ও গুয়ানিন।
৩. হাইড্রোজেনের কটি আইসোটোপ আছে?
উঃ তিনটি।
৪. হাইড্রোজেনের কোন আইসোটোপে নিউট্রন নেই?
উঃ সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম।
৫. 1 মোল বস্তুতে অনুর সংখ্যাকে কি বলে?
উঃ অ্যাভোগেড্রো সংখ্যা।
৬. ‘Biodiversity’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ বিজ্ঞানী রোজেন।
৭. নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন কে কি বলা হয়?
উঃ পার্থেনোকার্পি।
৮. আইসোটোপে কি সমান থাকে?
উঃ পারমানবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা।
৯. আইসোবার এ সমান থাকে কোনটি?
উঃ ভর সংখ্যা।
১০. কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত?
উঃ 273 K
১১. আমলকিতে কোন এসিড থাকে?
উঃ অক্সালিক অ্যাসিড।
১২. আঙ্গুরে কোন এসিড থাকে?
উঃ টারটারিক, ম্যালিক এসিড।
১৩. কমলালেবুতে কোন এসিড থাকে?
উঃ এসকরবিক এসিড।
১৪. লেবুর রসে কোন এসিড থাকে?
উঃ সাইট্রিক অ্যাসিড।
১৫. দুধে কোন এসিড থাকে?
উঃ ল্যাকটিক অ্যাসিড।
১৬. আপেলে কোন এসিড থাকে?
উঃ ম্যালিক এসিড।
১৭. DDT -র পূর্ণরূপ কি?
উঃ ডাইক্লোরো ডাই-ফিনাইল ট্রাই-ক্লোরো ইথেন।
১৮. কচু খেলে গলা চুলকায় কেন?
উঃ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে।
১৯. রেকটিফাইড স্পিরিট কি?
উঃ 95.6 % ইথাইল এলকোহল এবং 4.4% জলের মিশ্রণ।
২০. পরমাণুর প্রোটন সংখ্যা কে কি বলা হয়?
উঃ পারমাণবিক সংখ্যা।
২১. ভিনিগার কি?
উঃ এসিটিক এসিড ও জলের মিশ্রণ।
২২. সাবানের রাসায়নিক নাম কি?
উঃ সোডিয়াম স্টিয়ারেট।
২৩. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
উঃ সোডিয়াম মনোগ্লুটামেট।