রাজ্যের সমস্ত জেনারেল চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের জন্য বিরাট সুখবর দিল রাজ্য সরকার। কেন্দ্র সরকারের অনুকরণে রাজ্যেও সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে১০ শতাংশ সংরক্ষণের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা৷ আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে৷ শিক্ষাক্ষেত্রেও এই সংরক্ষণ চালু হবে৷
রাজ্য মন্ত্রিসভায় ১০ শতাংশ সংরক্ষণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে৷ এই সংরক্ষণের আওতায় কারা আসবেন? আর্থিক আয়ের সীমা কত হবে? তা নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই অনুমোদন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, যাঁরা যে ক্যাটাগরিতে সংরক্ষণের সুবিধা পেয়ে আসছেন, তাঁরা আগের মতোই সুবিধা পাবেন৷ কিন্তু, যাঁরা এতদিন সংরক্ষণের আওতায় ছিলেন না, কিন্তু আর্থিক ভাবে পিছিয়ে, শুধু তাঁরাই এই ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন৷
News Source- Collected