সারা ভারত জুড়ে মোট 8000 শূন্যপদে ক্লার্ক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
মোট শূন্যপদ- 8000 (GEN- 3447, EWS- 790, SC- 1214, ST- 746, OBC- 1803). এর মধ্যে পশ্চিমবঙ্গের শূন্যপদ রয়েছে 612 টি। GEN- 247, EWS- 61, SC- 140, ST- 30, OBC- 134).
পরীক্ষা কেন্দ্র- সারাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় পরীক্ষার কেন্দ্র রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র গুলি হল- আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি।
পদের নাম- জুনিয়ার অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট এন্ড সেলস)।
বেতনক্রম- মূল বেতন 11,765- 31,450/-। শুরুতে বেসিক পে- 13,075 টাকা সঙ্গে অন্যান্য ভাতা।
বেতনক্রম- মূল বেতন 11,765- 31,450/-। শুরুতে বেসিক পে- 13,075 টাকা সঙ্গে অন্যান্য ভাতা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ (On or before 1 January 2020).
বয়সসীমা- 20 থেকে 28 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 01-01-2020 তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন ফি- GEN/OBC/EWS- 750/-, SC/ST/PWD/XS- Nil.
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে IBPS- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একটি বৈধ মেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- 26 জানুয়ারি 2020।
নিয়োগ পদ্ধতি- প্রথমে প্রিলিমিনারী এক্সামিনেশন, তারপরে মেইন এক্সামিনেশন। প্রিলি ও মেন পরীক্ষা অনলাইনে হবে।
Date of Preliminary Examination (Tentative)- February/ March 2020.
Date of Downloading Admit Cards for Preliminary Examination (Tentative)- 11 February 2020.
Date of Main Examination (Tentative)- 19.04.2020
প্রিলিমিনারি পরীক্ষা- এই পরীক্ষা নেওয়া হবে মোট 100 নম্বরের। প্রতিটি প্রশ্নের মান 1। মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। সময়সীমা এক ঘন্টা। English Language- 30, Numerical Ability-35, Reasoning Ability- 35. Total- 100 Marks, 100 Questions.
CLICK HERE TO ONLINE REGISTRATION-
CLICK HERE TO APPLY ONLINE-
CLICK HERE TO DOWNLOAD OFFICIAL NOTIFICATION-